নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

আজান শূনিয়া যাই

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

আজান শূনিয়া যাই-

ধর্মাদ্ধতা মোরে কুরে খেয়েছে,

প্রকৃত মুসলিম করে নাই.

পবিত্র আয়াতের প্রকৃত শিক্ষা-

আমি বুঝিতে পারি নাই,

বিভক্ত হইয়াছি জাতিতে জাতিতে-

প্রকৃত মুসলিম হই নাই.

কুরবানী করে যাই-

মনের যত কুত্‍সিত বোধ,

বর্জন করি নাই,

নাস্তিকেরা সমালোচনা করে,

তবু নিজেরে শূধরাই নাই.

আমি আজান শূনিয়া যাই,

আমি আজান শূনিয়া যাই.

ভন্ড হূজুরের ভুল ব্যাখা শূনিয়া বোমা মারিতে যাই-

কুরআন না বুঝিয়া,হাদীস না জানিয়া,

মাজারে সিজদা মারিয়া যাই.

অঞ্জতা মোরে ঞ্জানী করিয়াছে

প্রকৃত মুসলিম করে নাই.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

কুয়াশায় ভেজা বলেছেন: অনেক সুন্দর

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: হুম ভাল হয়েছে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: শূকরিয়া :p

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

ইভা_110 বলেছেন: রবি ঠাকুরকে ভাল না লাগলেও তার কিছু কবিতা আছে আমার খুবই ভাল লাগে যেগুলো পারস্যের কবি হাফেজ ও জালালুদ্দীন মাওলানা রুমীর কবিতার নকল এরকম একটি ভাল লাগা কবিতা এখানে দিলাম


আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণও ধূলার তলে
সকল অহংকার হে আমার ডোবাও চোখেরও জলে
আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণও ধূলারও তলে
নিজেরে করিতে গৌরবও দান
নিজেরে কেবলই করি যে অপমান
নিজেরে করিতে গৌরবও দান
নিজেরে কেবলই করি যে অপমান
নিজেরে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘেরিয়া ঘুরি পদে পদে
আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণও ধূলারও পরে
আমারে না যেন করি প্রচার ,আমারও আপনও কাজে
তোমারি ইচ্ছা কর হে পূর্ণ আমারও জীবনও মাঝে
যাছি হে তোমার চরমও শান্তি, পরানে তোমার পরমও কান্তি
যাছি হে তোমার চরমও শান্তি, পরানে তোমার পরমও কান্তি
আমারে আড়াল করিয়া দাড়াও হৃদয়ও পদ্মদ্বারে
আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণও ধূলার তলে
সকল অহংকার হে আমার ডোবাও চোখেরও জলে
আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণও ধূলারও তলে

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম . ব্যাপক . মন্তব্য আশা করেছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.