নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

রঙিন

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

ছোট ছেলেটা একমনে বৃত্ত আঁকছে,

কি মনে হল-

একে দিল বৃত্তের ভেতর দুখানা বিন্দু.

যেন দুটি চোখ,

নিচে টেনে দিল একটি বাঁকা দাগ-

হয়ে গেল হাসিমুখ.

সপাং করে বেত নেমে এলো পিঠ বরাবর,

ছেলেটি চোখ তুলে তাকালো-

রাগত মাস্টারের ক্রোধ মনে ভয় ঢুকিয়ে দেয়.

টপ টপ করে দু ফোঁটা অশ্রু পড়ে হাসিমুখে-

সে নতুন করে বৃত্ত আঁকে,

আঁকে ত্রিভুজ,

পরদিন যে তার পরীক্ষা.

পরীক্ষা শেষ হওয়া মাত্রই একছুটে বসে পড়ে খাতা হাতে-

একের পর এক বৃত্ত এঁকে চলে-

সৃষ্টি হয় অসংখ্য হাসিমুখের,

ছেলেটা ফিক করে হেসে ফেলে,

পুরোন হাসিমুখটা যে তার দিকেই চেয়ে হাসছে.



রঙিন

০৯.০৪.২০১২

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

স্বপ্নসমুদ্র বলেছেন: মাথার উপ্রে দিয়া গেছে। :(

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন সুন্দর!!!

অনেক ভালো লাগা রেখে গেলাম।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
ভাই মাথার উরপে দিয়া গেলে হইব নি?
এই কবিতাটার থিম মোটামুটি এমন যে যারা মানুষের মুখে হাসি ফুটিয়ে যায় তারা কখনও থেমে থাকে না. :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। আমি কমেন্ট করার পর আরেক বার পড়লাম। তখন বুঝছি। কিন্তু কমেন্ট ডিলিট এর অপশন যে ক্যান নাই।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হা হা . এই যে এক্ষুনি আমাকে হাসিয়ে দিলেন কমেন্ট ডিলিটের অপশন নাই কইয়া :p

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

স্বপ্নসমুদ্র বলেছেন: আছে নাকি??

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

স্বপ্নসমুদ্র বলেছেন: আছে নাকি??

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: নাই তো :(

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

শ্রাবণ জল বলেছেন: বাহ!
চমৎকার থিম।
লিখেছেন সুন্দর।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল. আপনার কমেন্ট প্রেরণা দেয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.