নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ড্যাম্প

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

চড়ুইগুলো থাকত দালানের পশ্চিমের খোপে-

রোজ সন্ধ্যায় তাদের ডাকাডাকিতে আমার ঘুম ভাঙতো,

উঠে দেখতাম হলুদ রোদে একরাশ গোধুলীর আনন্দ.



চড়ুইগুলো ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় সারা আকাশময়-

যেনো শেষ হয়ে যাওয়া গোধুলীকে আরো কিছুক্ষণ বসিয়ে রাখার জন্য,

আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখি,

আর মনে হয়

যেনো ফেলে আসা সোনালী শৈশব দেখছি.

চড়ুইগুলো আজো আছে-

বৃষ্টিতেও তারা আজও দাপাদাপি করে,

পুরোন দালানের এ মাথা ও মাথা ছোটাছুটি করে,

আমি চায়ের সাথে বিস্বাদ সিগারেট ধরাই,

তাদের সময় যেন আটকে গেছে-

আর আমার সময় বয়ে চলে অলস, বিরামহীন-

যেনো আঁধপোড়া এক ড্যাম্প সিগারেট



ড্যাম্প

১১.০৪.২০১২

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: খুব সুন্দর লিখেছেন! সিগারেট খাওয়া তো ভালু না :P

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ . খাই আর কি. ছাড়তে আর পারি নারে ভাই :(

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

শ্রাবণ জল বলেছেন: নামটা ঠিক ভাল লাগেনি।
আপনি সম্ভবত চারপাশের সবকিছু নিয়ে অনেক চিন্তা করেন। আপনার লেখা পড়ে তা-ই মনে হচ্ছে।

খুব ভাল লাগল আপনার লেখা পড়ে।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ. নামটা আসলে আমারো তেমন ভাল্লাগে নাই. মাথায় এটা ছাড়া আর কিছু আসে নাই. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.