নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

এই সব বাঙ্গালীরা

২১ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

যে সব বাঙ্গালীরা আজও রাস্তার মোড়ে মোড়ে,ফুচকার দোকানে-

হালকা প্রেমের সস্তা চুমুকে-

অভিমানে গাঢ় হয়ে- একসাথে ঘর করে,

সেই সব বাঙ্গালীদের আমার আজকাল বড় ভালো লাগে.

এই সব বাঙ্গালীরা দল বেঁধে থাকে,

থাকে সুপ্রাচীন বস্তির বনভুমি থেকে সুউচ্চ বিস্তার উত্তাল অট্টলিকার সুরম্য প্রাসাদে-

মাতে হৃদয়োল্লাসে-

ক্ষুদ্র-ক্ষুদ্র সুখ-দুঃখে,

বৃষ্টিতে ভিজে যাওয়া ন্যতন্যতা বাতাসে উড়া রক্তাক্ত নিউজপেপারে,

মাতে বর্ষা থেকে ফাল্গুনের প্রথম বাতাসে ঝরে যাওয়া পাতার মত সংক্ষিপ্ত অত্মপ্রসাদে.

দিন শেষে দল বেঁধে,

পরের দিনের অবিষন্ন স্বপ্নে এদের মন গড়ে-

আমি হাঁটতে বের হলে দেখতে পাই,

এই সব স্বাপ্নিক বাঙ্গালীরা আজও রাস্তার মোড়ে-মোড়ে,ফুচকার দোকানে-

হালকা প্রেমের সস্তা চুমুকে-

অভিমানে গাঢ় হয়ে- একসাথে ঘর করে,

তাই এই সব বাঙ্গালীদের আমার বড় ভাল লাগে.

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৫

রেজোওয়ানা বলেছেন: ভাল লাগলো......

২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রোজোয়ানা :-) প্রথমবার এলেন. স্বাগতম

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৬

মায়াবী ছায়া বলেছেন: ভালো লিখেছেন ।।

৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫

নীহারিক০০১ বলেছেন: এই সব স্বাপ্নিক বাঙ্গালীরা আজও রাস্তার মোড়ে-মোড়ে,ফুচকার দোকানে-
হালকা প্রেমের সস্তা চুমুকে-
অভিমানে গাঢ় হয়ে- একসাথে ঘর করে,
তাই এই সব বাঙ্গালীদের আমার বড় ভাল লাগে.

ভালো লাগলো :)

৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভ্রাতা +++++

৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭

আরমিন বলেছেন: সুন্দর! :)

৮| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: প্রথমেই ক্ষমাপ্রার্থনা দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য. মোবাইলে চার্জ ছিলো না.
সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়লেন. :-)

৯| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

শ্রাবণ জল বলেছেন: বাহ!
ভাল লাগা রইল কবিতায়।

"ন্যাতন্যাতা" হবে। আর "আত্মপ্রসাদে"।

ভাল থাকবেন।

১০| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য শ্রাবন জল :-)

১১| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

ভারসাম্য বলেছেন: বাহ্‌! :P
+++

১২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:১২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ভারসাম্য :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.