নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

স্রোত

২৬ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আঁধার নামবে,

আড়মোড়া দিয়ে জেগে উঠবে পাপ পঙ্কিলতার মহানগর.

বন্দর থেকে ভেসে আসবে পুরোনো বাতাস..

জলন্ত সিগারেট পায়ে পিষে জীবনকে একচোট দেখে নেওয়ার প্রতিঞ্জা করবে ব্যার্থ মানুষেরা...

লালগলিতে বাড়বে আনাগোনা

পাপ পঙ্কিলতার দুর্বার স্রোতে ভেসে যাবে দুর্বলেরা

দোষ দেবে যত সমাজ ব্যাবস্হার

রাতের অন্ধকার টেনে বের করে আনবে তাদের বুকের লুকানো যত নষ্ট বোধ,

নষ্ট হতে কেউ দেরি করবে না

কারণ ভোরের যে দেরী নেই

একসময় রাত গভীর হয়ে যায়

অন্ধকার মহানগরের আঁধার ফিকে হয়ে আসে

মানুষগূলো ভদ্রতার মুখোশ পরে ফেলে,

প্রাচীন লবনাক্ত বাতাস বয়ে আসে দক্ষিন থেকে,

ঘুমিয়ে পড়ে মহানগর-

ঘুমিয়ে পড়ে প্রাচীন পাপ-

খালি ঘুমায়না মানুষের প্রাচীন কুলষিত পাপস্পৃহা-

জেগে থাকে যুগ যুগান্তরে-

মহানগরের অটল প্রহরী হয়ে

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জীবনের পঙ্কিলতাকে বড় সুন্দর ভাবে তুলে ধরলেন!!! সহজ সাবলীল প্রকাশ ভঙ্গীটা খুবি উপভোগ করি! অনেক শুভকামনা!

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:০০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই. আবার আসবেন :-)

৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
দুই একটা টাইপো আছে সময় করে ঠিক করে নিয়েন।

৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই. আবার আসবেন. টাইপো কোন জায়গাটাতে একটু বললে ভাল হতো :-)

৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: ঘুমিয়ে পড়ে মহানগর-
ঘুমিয়ে পড়ে প্রাচীন পাপ-
খালি ঘুমায়না মানুষের প্রাচীন কুলষিত পাপস্পৃহা-


চরম লিখেছেন ++

৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:১০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:৩৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই :-)

৯| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৯

শ্রাবণ জল বলেছেন: কবিতাটা বেশ ভাল লেগেছে।

রিয়াদ,

সন্ধ্যা ঘনিয়ে আঁধার নামে??
নাকি আঁধার ঘনিয়ে সন্ধ্যা নামে??
একটু ভেবে দেখুন তো।
আমার খটকা লাগছে লাইনটাতে।

শুভকামনা।

১০| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভ্রাতা ++++++

১১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতা চমৎকার হয়েছে। কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন।

১২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল. আপনার নামটা জানা হল না যদিও আপনি আমার নাম জানেন :-p
আসলে আমি হিসেব করছি সন্ধ্যা আসছে আঁধার ও আসছে. এখানে আমার মেইন সাবজেক্ট ছিলো অন্ধকার. মেইনলি মানুষের ডার্ক দিকটা.

১৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ব্রাদার. আবার আসবেন :-)

১৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই :-)

১৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

সপ্নাতুর আহসান বলেছেন: প্রতিঞ্জা>প্রতিজ্ঞা
ব্যার্থ>ব্যর্থ
ব্যাবস্হার>ব্যবস্থার

কবিতায় ভাল লাগা।। ।

১৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ আহসান ভাই. ঠিক করে নিব. আবার আসবেন

১৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।

১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মায়াবী :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.