নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

কুলাঙ্গার

০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

আমি কখনই এলিট ছিলাম না-

আমি বসে থাকতাম খোলা আকাশের নিচে-

গোল্ডলিফ পুড়িয়ে পরে- সস্তা ম্যারিজ ধরিয়ে-

একদল জেলেদের সাথে- ঘাটের বিষন্ন হাওয়াতে-

কিংবা হাঁটু বৃষ্টির ভেজা কাপড়ের-

ন্যাতন্যাতা ছেড়া দুটাকার নোটে.

নিজের মিল খুঁজে পেতাম ইলেকট্রিকের তারে বসা দাঁড়কাকের গর্বিত ভঙ্গিমায়,

রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে কখনো নিসঙ্গ মনে হয়নি-

একা হাঁটা যে শিখে যায় তার সঙ্গী লাগে কি?

আমি ভাল মানুষ ছিলাম না.

যে পাপ বুকের গভীরে জন্ম নেয় তা খুব দ্রুত বেড়ে ওঠে-

নির্দ্বিধায় ছড়িয়ে পড়ে শহরের শিরায়- উপশিরায়,

আমি তা স্বীকার করি.

তোমার এলিট খেতাবের বুকে পা রেখে হেঁটে যেতে আমি দ্বিধায় ভুগি না-

রাতশেষে সব অমানুষের দল.

টিএসসির মোড় থেকে- শহরের প্রতিটি টং দোকান,

রাস্তার সস্তা চায়ের পেয়ালাতে-

ঝড় তোলা রাজনৈতিক সংলাপে-

আমি দেশ,দশ নিয়ে চিন্তা করি-

উজির নাজির বাদ দিয়ে,

হামা দিয়ে বসে,এক থালা ভাতের সন্ধানে- দেশচিন্তা এলিটের প্লেটে তুলে দিয়ে-

নাক ডেকে ঘুমিয়ে-

আমি ক্লান্ত হই.

নক্ষত্রের শেষ আলোতে

জীবন বোধের ব্যর্থ চেতনায় আজ বড় হাত পা ঝাড়া একজন কুলাঙ্গার এলিট হতে ইচ্ছে করে.

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

মোঃ তায়িফ-বিন-তোফা বলেছেন: ভাল লাগছে

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২২

গোর্কি বলেছেন: জীবন বোধের ব্যর্থ চেতনায় আজ বড় হাত পা ঝাড়া একজন কুলাঙ্গার এলিট হতে ইচ্ছে করে.

বাহ! চমৎকার!!

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

শাহজাহান মুনির বলেছেন: দারুণ হয়েছে বস..।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৫

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি ক্লান্ত হই.
নক্ষত্রের শেষ আলোতে
জীবন বোধের ব্যর্থ চেতনায় আজ বড় হাত পা ঝাড়া একজন কুলাঙ্গার এলিট হতে ইচ্ছে করে
দারুন! দারুন! কি সুন্দর সহজিয়া লেখা!

আরও আগেই আপনাকে অনুসরন শুরু করা উচিত ছিল ব্রাদার!

শুভকামনা! আঁচড় চলুক!

৬| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি চমৎকার লিখেছেন।

৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ গোর্কি,শাহজাহান মুনির,সেলিম ভাই,ত্‍ত্‍ত্‍ ব্রাদার, মোবাইল থেকে নেট খুব স্লো. তাই একসাথে ধন্যবাদ দিয়ে দিলাম. আবার আসবেন ব্রাদারস

৮| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ++++++

৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

১০| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!!!

১১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মামুন রশিদ বলেছেন: গোল্ডলীপ ছেড়ে বেন্সন ধরুন, এলিট হোন :P



হাহাহা, মজা করলাম । কবিতা সুন্দর হয়েছে ।

১২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই :)
মামুন ভাই সিগারেট ছাড়ার চেষ্টায় আছি . ধন্যবাদ কবিতা পড়ার জন্য :p

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর ++++++
ভালো থাকবেন ভ্রাতা ।

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর কবিতা ! সুন্দর ভাব !

শুভকামনা ।

১৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

হাসান মাহবুব বলেছেন: +++

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অপূর্ণ , অপর্না , হাসান ভাই. সরি ব্রাদারস ফর লেট রিপ্লাই. মোবাইলটা খুব প্রবলেম দিচ্ছে

১৭| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

সপ্নাতুর আহসান বলেছেন: বাহ, বেশ তো

১৮| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ সপ্নাতুর আহসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.