নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

অন্তহীন

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

আমি যেবার সব গুছিয়ে নিলাম-

ঠিক সে বারই,

তোমার একটা ফোনে-

আমার সব এলোমেলো হয়ে গেল.

মিল হয়ে গেলো নীলনদের শ্যাওলা ধরা পুরোন বাতাসদের-

গাঢ় নীল আকাশের বুকে সোনালী চিলের ডাকে এবার আর মৃত্যু খুঁজে পেলাম না.

তবে কি তুমিই মৃত্যুর সম্পূর্ণতা ছিলে?

অবশ্য,বলেছিলে- শীতের রোদমাখা চড়ুইকে হাতের এক ঝাপটায় আকাশের নীলে উড়িয়ে দেবে-

সরিয়ে নেবে চড়ুইয়ের এল্যুমুনিয়ামের ধাতব খাঁচা.

হৃদয়হীন নগরের রাস্তায় রিকশায় ভেসে আমার সাথে প্রেম করে বেড়াবে-

প্রচন্ড শীতে-

এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে-

আজ আবার তোমার ফোন এলো.

যেসব নক্ষত্র আকাশের বুকে,আগাছালো বাসা বাঁধে-

উদ্দেশ্যহীন নীল আলোয় আকাশের বুকে-

অজস্র নকশা কাটে,

তাদের মত নিজেকে গুছিয়েও-

শুধুমাত্র তোমার একটি-

একটি ফোনে-

আবার সব এলোমেলো হয়ে গেলো.

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


মিল হয়ে গেলো নীলনদের শ্যাওলা ধরা পুরোন বাতাসদের-
গাঢ় নীল আকাশের বুকে সোনালী চিলের ডাকে এবার আর মৃত্যু খুঁজে পেলাম না.
তবে কি তুমিই মৃত্যুর সম্পূর্ণতা ছিলে?
অবশ্য,বলেছিলে- শীতের রোদমাখা চড়ুইকে হাতের এক ঝাপটায় আকাশের নীলে উড়িয়ে দেবে-
সরিয়ে নেবে চড়ুইয়ের এল্যুমুনিয়ামের ধাতব খাঁচা.
হৃদয়হীন নগরের রাস্তায় রিকশায় ভেসে আমার সাথে প্রেম করে বেড়াবে-
প্রচন্ড শীতে-
এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে-



দুর্দান্ত ++++++

২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারী ভাই. :-)

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা হিসাবে লেখাটা তেমন জমলো না

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :'(

৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: একটা ফোন কিংবা একটা চিঠি কত মানুষের জীবন যে এলোমেলো করে দেয়, থাক সেসব ইতিহাস...

৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

সোহাগ সকাল বলেছেন: সুন্দর লিখেছেন ভাই।
+

৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

শাহজাহান মুনির বলেছেন: হৃদয়হীন নগরের রাস্তায় রিকশায় ভেসে আমার সাথে প্রেম করে বেড়াবে-
প্রচন্ড শীতে-
এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে-



অনেক অনেক ভাললাগা।

৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, সকাল ভাই, মুনির ভাই. একসাথে রিপ্লে দিলাম. মোবাইলটা বেশী পেইন দিচ্ছে :-)

৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর কবিতা +++++++ :)

১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগা রইল!!

১১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অপূর্ন, ধন্যবাদ ইরফান ভাই :-)

১২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮

শ্রাবণ জল বলেছেন: রিয়াদ, আপনি কোথায়??

আমি তো ভেবেছি নতুন এক ডজন লেখা দেখতে পাব।
হতাশ কেন করলেন??

কবিতায় ভাল লাগা।

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কেন যেন লিখতে পারতেছি না.
আমি নিজেও হতাশ.
ঢাকায় আসার পর থেকেই সব গায়েব হয়ে গেছে.
সকল কবিত্ব বিলুপ্ত. আজ একটার অর্ধেক লিখলাম. কাল নামাই দিবো

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: তবে কেন যেন মনে হচ্ছে ফুরাই গেসি. আমার দ্বারা আর হবে না. কবিতার যে ব্যাপারটা ভর করছিলো সেটা আর নাই. @ জল

১৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: শ্রাবন জল আপনার সব লেখা উধাও কেন?

১৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম! বরাবরের মত দুর্দান্ত!

প্রচন্ড শীতে-
এই মাটির পৃথিবীতে- কুয়াশার প্রতিটি বিন্দুতে তুমি উত্তাপ ছড়াবে-
আজ আবার তোমার ফোন এলো.
যেসব নক্ষত্র আকাশের বুকে,আগাছালো বাসা বাঁধে-
উদ্দেশ্যহীন নীল আলোয় আকাশের বুকে-
অজস্র নকশা কাটে,


মাঝে মাঝে কিন্তু ব্যাটে প্রচন্ড রকম রান খরা যায় সব থেকে মেধাবী ব্যাটসম্যানেরও! আর কবিতার ক্ষেত্রে এটা হবেই, কবিতা আসবেনা, মনে হবে আমাকে দিয়ে আর কখনও কবিতা লেখা হবেনা। কিন্তু কবিতার সাথে থাকলে ব্লকটা একসময় কেটে যায়।যদিও এই সময়টা অনেক কষ্টের!

শুভকামনা ভাঙ্গা কলম, আঁচড় চলুক, শব্দ সৈনিক পিছু হটেনা!

১৭| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.