নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

রূপকথা

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

তুমি ছিলে সিনড্রেরেলার মত-

কিংবা এলিসের মত ভুলোমনো.

হাসির দমকে তোমার মুখ চুল দিয়ে ঢেকে যেত,

আটপৌড়ে শাড়িতে যেন এক সত্যিকারের রূপকথা.

রাক্ষসদের ভীড়ে-

তুমি বড় অসহায় ছিলে,

ছিলে কি?

-হয়ত.

টাকা দিয়ে কিনে-

যৌতুক নিয়ে,

ওদের বেহায়া হাসিতে-

চারপাশে প্রতাপশালী এক রাসক্ষসকাল রাজত্ব.

রাজকুমারেরা চাকরি পেত না.

আহা,যদি এই রূপকথা কাল্পনিক হত-

বড় ভালো হত.

খোলা তরবারীর ঝিকঝিকে কোপে-

তোমাকে দেখতে এসে,

যে ৫০০ টাকার নোট দিয়েছিল,

তা দুভাগ করে দিতাম.

আধোচাঁদ রাতে,এক রূপোর কাঠিতে-

পৃথিবীকে ঘুম পাড়িয়ে- দুজনে পালিয়ে যেতাম,

ঘর বাধতাম-

সন্ধ্যার বিশুষ্ক জাফরান আকাশের নীচে-

ছায়াঘেরা অশ্বত্থের বিষন্ন কুয়াশায়-

তারাখসা এক লক্ষ নক্ষত্রের রাতে-

আমরা বসে থাকতাম.

তারারা খসে যেত.

এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,

রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-

তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,

বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুব সুন্দর লাগল।

এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,
রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-
তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.


চমৎকার।

২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: অনেক ভালো লাগল!! এক কথায় অসাধারন!!

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

সীমাবেস্ট বলেছেন: তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.
- বাহ , খুব ভাল লাগল ।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,
রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-
তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.



++++++++++

৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালবাসা,বিবর্ন.সীমাবেষ্ট,রাজকন্যা :) আবার আসবেন

৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,
রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-
তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস


দারুন।

৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ আরমান ভাই

৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

বৃতি বলেছেন: এখন কোন রুপকথা নেই, ভুলোমনা এলিসরাও তাই হারিয়ে গেছে ।
সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো ।

৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: +++

১০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ঠিক বলছেন বৃতি, ধন্যবাদ হাসান ভাই

১১| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারণ +++++++

১২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দর।

১৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই,ধন্যবাদ কন্যা

১৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা সুন্দর

১৫| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ++++ জানিয়ে গেলাম।

১৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আরে প্রফেসর ব্রাদার এদ্দ্যিন পর

১৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অতি চমৎকার লিখেছেন!

সন্ধ্যার বিশুষ্ক জাফরান আকাশের নীচে-
ছায়াঘেরা অশ্বত্থের বিষন্ন কুয়াশায়-
তারাখসা এক লক্ষ নক্ষত্রের রাতে-
আমরা বসে থাকতাম.
তারারা খসে যেত.
এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,
রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-
তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি

অনেক ভাল লাগা!

১৯| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ ভাই

২০| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

শ্রাবণ জল বলেছেন: সন্ধ্যার বিশুষ্ক জাফরান আকাশের নীচে-
ছায়াঘেরা অশ্বত্থের বিষন্ন কুয়াশায়-
তারাখসা এক লক্ষ নক্ষত্রের রাতে-
আমরা বসে থাকতাম.
তারারা খসে যেত.
এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়,
রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি-
তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে,
বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.


অনেক সুন্দর লিখেছেন, রিয়াদ।

শুভ কামনা।

২১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: জল আবার আসবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.