নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১১

আমি ভদ্রদের ঘৃণা করি-

ওরা হতে পারে সকল শ্রেনীর সকল পেশার,

ওরা অগ্রজ দেখে হাতের সিগারেট ফেলে দেয়,

তারপর অশ্লীল গালিতে ৫ টাকা আর ৮ টাকার জিদ প্রকাশ করে .

আমি সুশীল নামক হারামজাদাদের দূরে গিয়ে মরতে বলি

সারাদিন যারা সুবিধাভোগী অধিকারের অপ্রতুল বানী শোনায়

রাত গভীর হলেই বসে যায় জুয়া নিয়ে, আর মত্ত হয় সুরায়

আমি ঘৃণা করি, না বুঝে মানুষ মারার ক্রোধ কে,

আমি ঘৃণা করি জীবন উপভোগের কুতসিত বোধ কে,

আমি ঘৃণা করি টাকার ক্ষমতাকে-

যে ক্ষমতা পুজিঁ করে অন্তহীন বড় হবার স্বপ্নকে..

জীবন যেন আজ ডাষ্টবিনের পচা ময়লা থেকে সযত্নে বাঁচিয়ে রাখা একদলা বোধ,

যেখানে গরীবের দারিদ্র্যতা হয়ে যায় ধনীর পুঁজি, সরল ধার্মিকতা হয়ে যায় ভন্ডের পুঁজি,

নাস্তিকতা হয়ে যায় কিছু সুশীলের পুঁজি,

আজ আমাকে কিছুই বিস্মৃত করে না কারণ পুরো পৃথিবীটাই যে হারামজাদাময়





মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২১

বোকামন বলেছেন:
দ্রোহ জাগ্রত থাকুক। দ্রোহের আগুনে পুড়ে ছারখার হোক ভণ্ডদের গোষ্ঠী।।

“+”

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

বংশী নদীর পাড়ে বলেছেন: আমি ঘৃনা করতে চাই কিন্তু বার বার যে পারিনা। আমি ঘৃনা করি একটু ভিন্ন রকম---------

আমি ঘৃনা করি ওই মানুষ রূপের
মাটির মূর্তিকে যে অন্তরে প্রেম নেই।
আমি ঘৃনা করি সেই হৃদয়কে
যে হৃদয়ে প্রভুর জিকির নেই।
আমি ঘৃনা করি সেই গোলামকে
যে প্রভুর লবন খেয়ে
অন্যের গুন গায়।
আমি ঘৃনা করি সেই আত্মাকে
যে আত্মা জীবন থাকতে
আত্মশুদ্ধি অর্জন করতে পারলো না।
আমিও ঘৃনা করি সেই অন্তরকে
যে অন্তরে রূহকে ঘোড়া বাড়িয়ে
রেস কোর্স ময়দানে
প্রতিযোগিতায় অংশ নেয় নফস ।
আমি ঘৃনা করি ওই আমানুষকে
যার মুখমন্ডল মানুষের মতো
কিন্তু অন্তরটা মুখপোড়া হনুমানের
চেয়ে কুতসিত।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: জীবন যেন আজ ডাষ্টবিনের পচা ময়লা থেকে সযত্নে বাঁচিয়ে রাখা একদলা বোধ


ভয়ংকর বাস্তবতায় ঘেরা প্রতিটি শব্দ ।

৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বোকামন,নদী,আলমগীর ভাই

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:০১

একজন আরমান বলেছেন:
নাস্তিকতা হয়ে যায় কিছু সুশীলের পুঁজি,
আজ আমাকে কিছুই বিস্মৃত করে না কারণ পুরো পৃথিবীটাই যে হারামজাদাময়


দারুন বলেছেন।

৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ আরমান ভাই

৭| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: রাগ, ক্ষোভ, ঘৃণার পুঞ্জীভূত তুমুল উদ্গীরন!
কবিতায় ভালো লাগা!


আমার এরকম একটা রাগের কবিতা আছে,-

নূহের প্লাবন আর যথেষ্ঠ নয়,
তের মাত্রার একটা ভূমিকম্প চাই!

আপনার ঘৃণায় অনুপ্রাণিত হয়ে দেখি সামনে কবিতাটা পোস্ট দিয়ে দেব!

শুভকামনা রইলো ব্রাদার।

৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :-)

৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার আপনার কবিতাটার স্টার্টিং ভাল লাগছে. অপেক্ষায় থাকলাম

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুন +++

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :-)

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

শাহজাহান মুনির বলেছেন: জীবন যেন আজ ডাষ্টবিনের পচা ময়লা থেকে সযত্নে বাঁচিয়ে রাখা একদলা বোধ,

ভালো বলেছেন ।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শাহ ভাই

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

সমুদ্র কন্যা বলেছেন: ঘৃণা আর ক্রোধের চমৎকার প্রকাশ। ভাল লাগল।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কন্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.