নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ঈদ

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৩

ওরা দলবেঁধে মার্কেটে যায়-

খোকার লাল পান্জাবী,খুকীর নীল ফ্রকে-

দারিদ্র্য হোঁচট খায়,

রাস্তায় রাস্তায় কবিরা হাঁটে-

প্রাচুর্যের গন্ধ পায়.

পারিবারিক ভালবাসারা বেঁচে থাক-

বেঁচে থাক আমাদের অবিবাহিত স্ত্রীদের শাড়ির নীল আঁচলে-

মায়ের জন্য কেনা শাড়ির পবিত্র উত্তাল পাড়ে-

প্রচন্ড দামি কাপড়ের ভাঁজে লুকানো কিশোরীদের উচ্ছ্বল হাসিতে-

বেঁচে থাক বাবাদের কুন্চিত কপালের নির্মোহ ভাবনায়.

ঈদের চাঁদ উঠুক শহরে গ্রামে-

বিষন্ন বন্দর থেকে ছায়াঘেরা মনের অন্ধকারচ্ছন্ন প্রান্তে-

সুবিশাল বস্তির অন্ধকার নির্জন থেকে ঝকমকে দালানের আবলুশ বার্নিশে.

শহরের চারপাশ থেকে ঈদ প্লাবনের মত প্রবেশ করুক-

একগাল হাসা পুরোন পান্জাবীতে কবিরা যৌবন পাক-

বস্তিঘর ঢেকে যাক পোলাওয়ের মাতমে-

যারা দুমুঠো ভাতের চিন্তা করে-

টায়ার ঘোরানো ছেলেরা ঈদে আমার বাসায় না আসুক-

না আসুক-হাড়জিরজিরে দুবলা বুড়োরা-

ময়লা চুলের চন্চল খুকীরা-

যাদের নিস্পৃহ চোখ প্রশ্ন করে-

অনেক তো ভাবলে,এবার কি একটুখানি ঈদ হবে?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার হয়েছে ভাই +++++++

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন....


+++++++

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই. ধন্যবাদ ইরফান ভাই.
ঈদ মোবারক

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে মায়ের জন্য কেনা শাড়ির পবিত্র উত্তাল পাড়ে এখানে উত্তাল শব্দটা একেবারেই বেমানান।

ঈদের শুভেচ্ছা।

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই.
ঈদ মোবারক

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে কবিতাটা।
ঈদ মুবারাক ||

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.