নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

একটি সূর্যপত্র কিংবা সূর্যের কাছে চিঠি

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৫

প্রিয় সূর্য,

কেমন আছো-

বহুদিন কাঁধে রোদ মেখে-

ফসলি জমিতে

অবিরাম দৌড়াই না,

মাড়াইনা মফস্বলের প্লাস্টারখসা গলি-

কিংবা হাঁটিনা শহরের দুর্দান্ত রোদে,

আচ্ছা তুমি তো রোজ ওঠো-

বলোনা,সবাই কেমন আছে?

মা-বাবা কি আমায় ভেবে-

এখনো রাত জাগে?

নাকি ঘুমিয়ে যায়-

যেমন নষ্ট,ফেলে দেওয়া মানিব্যাগে ছেঁড়া দুটাকা ঝিমায়-

মানুষ বড় ভুলো,দ্রুত ভুলে যায়.

আহা,আমার সেই সব দিন-

অন্তঃহীন আফসোসে বড় ভাল কেটেছিল,

সেও বলেছিল ভালোবাসি,

সুখ সইলো না.

এক বুনো জোছনায় আমার উঠোনে ট্রেন এসে থামলো,

-ব্যাস,সব শেষ.

আচ্ছা,রাখি এসব,

তোমায় না বলে কাকে বলবো-

তোমার কোলে যে, যৌবনপ্রাপ্ত হয় দুরন্ত শৈশব.

সুর্য,তুমি ভালো থেকো.

জেগে থেকো অজস্র নিস্পাপ শৈশবে-

কিংবা রাজপথের উত্তাল বিপ্লবে-

আশ্রয় দিও মায়ের রাতজাগা কান্নাকে-

দেখা দিও কষ্টের শেষ রেষে-

যেন কেউ ভেঙ্গে না পড়ে-

ও হ্যাঁ,সব শেষে,

আমায় রেখো মনে-

আমার মতন অসংখ্য যুবক এখনো-

সরল মফস্বল মাতায়-

প্রেম শেষে বেলীফুলের একগুছো মালা প্রিয়ার চুলে পরায়-

যৌবনের ডাকে,

স্লোগানে স্লোগানে-

উশৃঙ্খল রাজপথ কাঁপায়-

এখনো তারা বেঁচে থাকে-

উত্তরসূরী তৈরী করে-

মৃত্যুর পরেও সুর্যের কাছে-

চরমপত্র পাঠায়.

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

মুনসী১৬১২ বলেছেন: চরম হয়েছে

২| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :-) স্বাগতম

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: বাহ! চমৎকার।

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: অতীত রোমন্থন গিয়ে মেলায় বর্তমানে !
শুভকামনা রইলো।

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,অর্পনা

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রেজওয়ান ভাই

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ!

আচ্ছা তুমি তো রোজ ওঠো-
বলোনা,সবাই কেমন আছে?

মানুষ বড় ভুলো,দ্রুত ভুলে যায়

এক বুনো জোছনায় আমার উঠোনে ট্রেন এসে থামলো!

এখনো তারা বেঁচে থাকে-
উত্তরসূরী তৈরী করে-
মৃত্যুর পরেও সুর্যের কাছে-
চরমপত্র পাঠায়।

চমৎকার লিখছেন! মুগ্ধপাঠ!

শুভকামনা রইল!

৯| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :-)

১০| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর!

১১| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.