নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ছায়াসঙ্গী

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

আমি ঠিক সেদিনই মরে গেছি-

যেদিন ১২ বছরের বোকা মেয়েটা কন্ট্রাসেপটিভ পিলের পাতা কান্নায় ভিজিয়েছিল,

নির্মম নিস্তব্ধ রাতগুলো অনেকের একা ছিল.

রাতে বহূদুর হেঁটে গিয়েছিলাম-

সিগারেটের তৃঞ্চায়,রাত তিনটায়-

আরেক পথিককে বলেছিলাম,

-ব্রাদার,ম্যাচ হবে?

পার্কের পাশে দিয়ে যাওয়ার সময় জীবিত মূহুর্তে- রৌদ্দজ্বল দিন,

শত শত কবুতরে ছড়ানো শষ্যের দানা-

বৌদ্ধ পূর্নিমার রাতে অজস্র ফানুশ-

আশ্রয়ে নিদ্রাহীন.

আরে আমি কি বেঁচে আছি নাকি?

মরে গেছি সেই কবেই,

ছায়া হয়ে রয়ে গেছি- তোমাদের মনে,

তাই নিজেদের তোমরা বিবেকবান বল.

আমি কবে মরে গিয়েছিলাম আমার ঠিক মনে নেই-

হয়ত বেয়াল্লিশ বছর আগে-

হয়ত বেয়াল্লিশ বছর পরে-

তবে ঠিক সেই মুহুর্তে,

যখন তোমার মায়ের ধর্ষনের চিত্‍কার-

তোমার কানে ঢোকেনি.

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

বৃতি বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে । আপনি বেশ ভালো লিখেন, আশা করি কন্টিনিউ করবেন ।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বৃতি . ভালো আছেন আপনি :-)

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫০

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই,ধন্যবাদ হাসান ভাই :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.