নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

একটি পৌনপুনিক ডিসম্বর

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

এখানে জীবন অনেক সহজ-

মরে থাকে মানুষেরা-

পড়ে থাকে কফির কাপ,বাসি পেপার-

ডিসেম্বরের উজ্জ্বল রোদ.



সাঁঝে আলোরা ঝলসে থাকে রেস্টুরেন্টে -

কাঁচের গ্লাসে-

চামচের টুংটাং এ-

প্রেমিকার ফিসফিসে গুন্জনে.



এখানেই প্রেম থাকে

অনিশ্চয়তার নিশ্চিতে-

প্রেমিকের হাত ধরে- প্রেমিকারা বেঁচে থাকে,

তারপর মরে যায়.

যেন সবাই অন্য পৃথিবীর একেকজন-

ভাবনাহীন.



এখানে প্রেমেরা সংক্ষিপ্ত সুখের গল্প বলে-

প্রেমিক-প্রেমিকারা হাত ধরে হাঁটে-

রাতের ছায়াপথে বিষন্ন হয়-

তারপর মিলিয়ে যায়,

ভাঙ্গা ভাঙ্গা হাসি-

উচ্ছ্বল প্রেমালাপ-

প্রবল বর্ষনে রিকশায় হুডবৃহীন বৃষ্টি-

যেন হাজার বছরে প্রেমের পুণজন্মের গল্প শোনায়.



তার পর পরই-

পড়ে থাকে কফির কাপ,বাসি পেপার-

ডিসেম্বরের উজ্জ্বল রোদ-

সাঁঝে আলো ঝলসানো রেস্টুরেন্ট-

কাঁচের গ্লাস,

চামচের টুংটাং এ-

প্রেমিকার ফিসফাস.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগল , ভালো থাকুন । আরও লিখুন ।

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনার লেখার সাবলীলতা বরাবরি আকর্ষণ করে!!! আজকের কবিতা আমার কাছে কিছুটা যেন মন্ময় কিন্তু তাতে কবিতার চমৎকার বাঁধুনির, সাবলীলতার এতটুকুও ব্যাত্যয় ঘটেনি বরং আজকের কবিতা যেন আরো অনেক বেশী পরিণত!!! আপনি কবিতার জগতে নিজগুনে একটি নক্ষত্র হোন এটাই চাওয়া।

৪| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

ইমতিয়াজ ইমন বলেছেন: +++++

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই. বহুদিন পর এলেন :)
ভাল আছেন?

৬| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ইমন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.