নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

উত্তাল স্লোগান এবং আমার নষ্টালজিক পতাকা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮

আমাদের জাগরনের দিনগুলো বুঝি শেষ হয়ে গেছে,

মুছে গেছে বুঝি বুকের মাঝ থেকে-

এক উত্তপ্ত দুপুরের রাজপথ হয়ে-

চারপাশ ধোঁয়াশা মাঝে, আমার কপালের লাল সবুজের পতাকা থেকে.

এক মহান বোধের মৃত্যুর মতই থেমে গেছে আমাদের হৃদস্পন্দন,

সেদিন আমি বিভ্রান্তি নামক এক হত্যাকারীর গল্প শুনেছিলাম.

আমার ইতস্তত 'জয় বাংলা' স্লোগানে জোরালো হয়েছিল শকুনের পদধ্বনি-

দিনশেষে উত্তাল জনতার ক্লান্তি নিয়ে-

আজকাল আমি ৭১ এর কুখ্যাত জারজদের বুকে থাকা-

এক রাজাকার পতাকার ঘ্রান পাই.

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই, আজ আমাদের সমস্যা বহুবিস্তৃত! যাদের আমরা নির্বাচিত করেছি তাদের মাঝেই দূর্নিতিবাজ শকুন যারা প্রতিনিয়তই দেশ বিক্রী করছে।
"সেদিন আমি বিভ্রান্তি নামক এক হত্যাকারীর গল্প শুনেছিলাম.
আমার ইতস্তত 'জয় বাংলা' স্লোগানে জোরালো হয়েছিল শকুনের পদধ্বনি-
দিনশেষে উত্তাল জনতার ক্লান্তি নিয়ে-" অসাধারণ!!!
"আজকাল আমি ৭১ এর কুখ্যাত জারজদের বুকে থাকা-
এক রাজাকার পতাকার ঘ্রান পাই." দারুণ!!!! এই দ্বিবিধশকুনের বিরুদ্ধেই আজ দেশবাসীর যুদ্ধ হওয়া উচিৎ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অভি ভাই

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(
কবিতায় ভাললাগা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় আলোড়িত হলাম।
কেউ এ নিয়ে রাজনীতি করার সুযোগ নিলেও, জয়বাংলা হলো স্বাধীনতার শত্রুদের বিপক্ষে রণহুঙ্কার। একাত্তরে এটি সারাবিশ্বকে কাঁপিয়েছিলো, আজও কেঁপে ওঠে তারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জয়বাংলা’র বিপক্ষে।

গত ফেব্র্রুয়ারিতে এবিষয়ে ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশ করেছিলাম

একটি উদ্যম স্বদেশপ্রেমের কবিতার জন্য আপনাকে অভিনন্দন।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

পিনিকবাজ বলেছেন: ''আমার ইতস্তত 'জয় বাংলা' স্লোগানে জোরালো হয়েছিল শকুনের পদধ্বনি''



ভালোলাগা রইলো

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ,মঈন ভাই.পিনিকি. পাঠে কৃতঞ্জতা.

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

সমুদ্র কন্যা বলেছেন: দিনশেষে উত্তাল জনতার ক্লান্তি নিয়ে-
আজকাল আমি ৭১ এর কুখ্যাত জারজদের বুকে থাকা-
এক রাজাকার পতাকার ঘ্রান পাই.


ভাল লিখেছেন।

১২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কন্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.