নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

বসন্তের দূষিত নষ্ট আকাশ মেঘ

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২০

সেই যে সেবার চলে গেলে-

আমিও জানতাম,তুমিও জানতে-

তবু বলেছিলে,আজ আসি,

আবার দেখা হবে.

আমিও বুঝেছিলাম,তুমিও বুঝেছিলে-

আর যে ফেরা হবে না,

হবে না চৈত্রক্লান্তির কাঠ ফাটা রোদে হঠাত্‍ ঝমঝমে বৃষ্টির অন্তহীন সুখ-

কিংবা একই অন্ধত্বে দুজনার নির্ভাবনায় চলা,

আমরা দুজনে যে একই অসুখে সুখী হতে চেয়েছিলাম,

কিন্তু দেখেছিলাম শরতের ছেড়া ছেড়া শুভ্র মেঘে উড়ে সমাজের নোংরা নিউজপেপার-

ঠাসা বুনোটে সমাজপতিদের ঘটনার ঘনঘটা-

ক্লাবঘর,উশৃঙ্খল জীবনাদর্শন,বহু রক্ষিতার বৈধ প্রদর্শন,

সমাজের লাইসেন্সপ্রান্ত ন্যুইসেন্সদের বৈধ মালিকানায়-

কোনঠাসা আমার প্রেমের কবিতা,

প্রেম করে তুমি আমি যে পাপী হয়ে গেছি...

তুমি তোমার পথে যাও-

আমি আমার পথে,

বলে দিও পথের সবাইকে-

আমরা কেউ বাড়ি নেই.

সমাজের নোংরা ডাষ্টবিনের অহেতুক বজ্যে ভাসুক-

বসন্তের উচ্ছ্বল নোনতা নষ্ট আকাশ.

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

টুম্পা মনি বলেছেন: রোম্যান্টিক কবিতা! আমার পছন্দের। ভালো লিখেছেন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

সমুদ্র কন্যা বলেছেন: খুব ভাল লাগলো।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা ,ধন্যবাদ হাসান ভাই

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

একজন আরমান বলেছেন:
দারুণ।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য কথনে ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ আরমান ভাই
ধন্যবাদ রাইসুল সাগর

৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: বরাবরের মতই চমৎকার কবিতা! ভালো লাগা রেখে গেলাম!

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর ।।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ মায়াবী ছায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.