নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ভোরাচ্ছন্নতা

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ভোরের বাতাসগুলো বহুদূর বয়ে যায়-

বয়ে যায় কুয়াশাগুচ্ছের সাথে,

যারা মাটিকে ভালবেসে পরম মমতায় রাস্তার কালো পিচ জড়িয়ে ধরে,

তারপর ভিজে যায়.

বিদীর্ন ধানক্ষেত মাঝের উতপ্ত ইটের ভাটার ঠান্ডা মেজাজে,

কৃষক-লাঙ্গল-দুর্বা ঘাস,

আর শিশিরের স্পর্শে-

আমি বুনো শালিকের ভেজা পাখার ঘ্রান পাই-

আমি বাংলার ঘ্রান পাই.

ভোরাচ্ছন্ন শিশিরে ভেজা শীর্তাত ল্যাম্পপোষ্টগুলোতে আজ ক্লান্তি নেমে আসুক-

প্রয়োজন নেই সভ্যতার.

আমার শেষ রাতের অর্ধমৃত সিগারেট ভাসুক-

বাংলার গাঢ় মমতার পাপহীন দিঘীতে.



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন । +++++++++++++++

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

পেন্সিল স্কেচ বলেছেন: অস্থির +++

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই. ধন্যবাদ পেন্সিল স্কেচ. আবার আসবেন

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

শাহজাহান মুনির বলেছেন: ভোরাচ্ছন্ন শিশিরে ভেজা শীর্তাত ল্যাম্পপোষ্টগুলোতে আজ ক্লান্তি নেমে আসুক-
প্রয়োজন নেই সভ্যতার.
আমার শেষ রাতের অর্ধমৃত সিগারেট ভাসুক-
বাংলার গাঢ় মমতার পাপহীন দিঘীতে




দারুণ বলেছেন ভাই +++++++

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

বটবৃক্ষ~ বলেছেন: মাকে নিয়ে এমন এক্তা কবিতা লিখতে চাই!!

চমতকার লাগ্লো!! :)

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই, ধন্যবাদ শাহজাহান ভাই,
ধন্যবাদ বটবৃক্ষ.
মা কে নিয়ে একটা লেখা মাথায় আছে. যে কোন দিন লিখে ফেলবো

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: নাইস।

৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.