নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

প্রচন্ড পাপবৃত্ত এবং নুপুরান্ধ ময়ুরের মুক্তি

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৫

আজকাল বড় ক্লান্তি লাগে,

ইচ্ছে হয় ময়ুরের পায়ে রূপোর নুপুর পরাই-

ঝমঝমে ময়ুর ছেড়ে দেই নগরের রাস্তায়.

ফিরে যাক নগর দুশো বছর আগে.

হ্যাজাক কুপির জৌলুসে-

আজ আবার বড় করে চাঁদ উঠুক,

আধাঁরচ্ছন্ন রাস্তাগুলো গাঢ় চাঁদের চন্দ্রালোকিত প্রেমে পড়ুক,

মদ্যপ নাগরিকদের মাঝে বুক ফুলিয়ে দাড়াক নষ্ট বাবুদের স্বর্ণখচিত জুরিগাড়ি,

গাড়িতে সোনালী সিংহ আর অভিজাত্যের প্রতীক-

নুপুর বাজুক বারবনিতার ঘরে,

পুরোনো বিছানায় মদ ঢেলে-

জুয়া আর

প্রাচ্যীয় সংগীত সুরায় ভেসে যাক মত্ত বন্দর,

ঢুলুঢুলু হোক পাপের প্রচন্ড কোলাহল.

বাঈজীর ঘুঙুরের প্রচন্ড ঝমঝমে নগরের সব কাঁচ ভেঙে যাক.

তোমরা কি ভাবছ এতে বড় পাপ হবে?

অন্ধকার আর আলো বোঝার আবেগে,

একবার আমার এক চোখ আমি আলোকে,

রক্তে নষ্টামি মেখে অন্যটি অন্ধকারকে দান করেছিলাম.

তারপরপরই আমি অন্ধ হয়ে যাই,

তাই বলি,ক্ষতি হবে না-

এবার আর অন্ধকারকে রক্তে মেশাবো না-

অন্ধকারকে চোখ দান করবো না,

মুক্তি চাই আমি পাপের শৃঙ্খল থেকে-

ফিরে যাক নগর দুশো বছর আগে.

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভয়ঙ্কর সুন্দর লাগল কবিতাটা। প্লাস।

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রুয়েটিয়ান . আবার আসবেন

৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


রাতের বেলা ঘুমাতে যাবার আগে কবিতা পড়ে মুগ্ধ হোলাম

৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

নিরুদ্দেশ বলেছেন: অনবদ্য। অনেক ভালো লাগল।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই, ধন্যবাদ নিরুদ্দেশ.

৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: শিরোনামটা দারুণ, আর কবিতা শিরোনামের সাথে সাযুজ্য রেখে চলেছে।

শুভেচ্ছা।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বহুদিন বাদে ব্রাদার @ প্রফেসর

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭

ভারসাম্য বলেছেন: ভয়াবহ সুন্দর !!!

সত্যিই ভয়ংকর সুন্দর একটা কবিতা পড়লাম।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ভারসম্য.

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

বৃতি বলেছেন: বাহ চমৎকার!

১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

লেখোয়াড় বলেছেন:

কবিতার নামটি আকর্ষণীয় হয়েছে।

কিন্তু প্রথমেই প্রচন্ড শব্দটি দিয়ে কিছুটা সৌন্দর্যহানি ঘটেছে।
........ "পাপবৃত্ত এবং নুপুরান্ধ ময়ুরের মুক্তি"............. এরকম হলে খুব সুন্দর হতো। আর কিছু বানান ভুল আছে ঠিক করে নিবেন দয়াকরে, টাইপিং মিসটেক হতে পারে।

যে ছবি, প্রতিচ্ছবি তুলে এনছেন তা মনে হলো ভাঙা আয়নায় ক্ষয়ে যাওয়া সময় ও সমাজের ম্রিয়মাণ রুপটিকে 'ঘা' দিয়েছেন।

নামের সাথে কবিতার বক্তব্যের সামঞ্জস্য দেখে ভাল লাগল, এখানে দেখবেন অনেকেই কবিতা বা গল্প লেখেন নাম করণের কোন সার্থকতা নেই।

আপনার এখানে আমার প্রথম মন্তব্য এটি, আপনি অনেক কবিতা লেখেন দেখে ভাল লাগল, এখন থেকে মনে হচ্ছে নিয়মিতই আসতে হবে।

আচ্ছা, মন্তব্যের জবাবের ঘরে আপনি প্রতিউত্তর করছেন না কেন? কোন সমস্যা?

ধন্যবাদ ভাঙ্গা কলমের আঁচড়।
ভাল থাকবেন।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বৃতি

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় আপনার মূল্যবান মতামতের জন্য. প্রচন্ড শব্দটা একদম শেষ মূহুর্তে লাগাই. ইচ্ছে করছিলো তাই. আবার আসবেন . আমি মোবাইলে থেকেই লিখি+ ব্লগ চালাই. এটা একটা জাভা মোবাইল. তাই এটাতে প্রতিউত্তর অপশনটা নাই. ভাল থাকবেন

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫

সেজুতি_শিপু বলেছেন:
ভাল লাগলো খুব ।
ধন্যবাদ আমার ব্লগে যাবার জন্য ।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ শিপু.

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

সমুদ্র কন্যা বলেছেন: অসাধারণ।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.