নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

অরন্যিক উত্তালতা এবং একটি মিথ্যা স্বপ্ন

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বাঁকখালী কি এক অন্তহীন শোকে,

তুমি বড় শুকিয়ে গেছ-

রুগ্ন হয়ে গেছ,

ছেঁড়া শরতের গাঢ় মেঘ নিয়ে-

শর্তহীন ভালবাসার গভীর বিশ্বাসে,

আজকাল নাকি তুমি গভীর আবেগে মোহনায় ছুটে যাও না,

যে এক গাঢ় ভালবাসায়, সাগর মোহনায়-

এক সবুজ বনভুমি জন্ম নিয়েছিল তা আর অগ্রাসী হলো না,

হলো না রুক্ষতার মুক্তি.

শুনেছি,

আজকাল নাকি নক্ষত্রের রাতে তুমি বিষাদের গান শোনো,

সূর্যাস্ত উদয় তোমার কোলে আশ্রয় নেয়,

আর তুমি মন খারাপ করে থাকো,

পৃথিবী বড় নিষ্ঠুর,বাঁকখালী,

-জানো নাকি?

তাই আমি মাঝে মাঝে আদিমতায় বিশ্বাসী হয়ে পড়ি,

ভেদাভেদ ভুলে,

তুমি সাগর একসাথ হয়ে,

উশৃঙ্খল লাল কাকড়া আর উত্তাল স্রোত রাতে,

আজস্র নক্ষত্রের ঘুমপাড়ানি শ্লোকে,

সাগর তোমার প্রথম দেখায় যে অরন্য সৃষ্টি হয়েছিল তা নগর বন্দর দখল করে নিক,

সবুজ অরন্যের অগ্রাসী শ্লোগানে,

নগরের সোডিয়াম জোছনা রাজপথ স্পর্শ না করুক,

বাঁকখালী আমি স্বপ্ন দেখি-

তুমি দেখো নাকি?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মুনসী১৬১২ বলেছেন: মোহময় স্বপ্ন

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মুনসী

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। বাঁকখালী যেন কোথাকার নদী?

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: চট্রগ্রামের হাসান ভাই. এটা কক্সবাজারের দিকে. সাগর আর নদীর মোহনায় ম্যানগ্রোভ বন আছে. ধন্যবাদ . পাঠে কৃতঞ্জতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.