নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

স্বর্গস্নান

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

তুমি রাজি না হতেই পারো-

আমিও পারি বিষন্ন তারায় তাকিয়ে হাজার রাত কাটাতে,

কার কি যায় আসে?

জীবন তো কেটে যাবে.

আমি স্বপ্ন দেখতেই পারি,

পারি প্রচন্ড বসন্তঝরা উজ্জ্বল রাস্তায় তোমায় নিয়ে হেঁটে যেতে,

কিংবা অবিরত ঝমঝমে বৃষ্টিতে টিএসসিতে এক চাদরে নিজেদের জড়িয়ে,

এক কাপ উষ্ণ চা ভাগাভাগি করে খেতে,

না হয় আমার আধপোড়া সিগারেটে হালকা এক চুমুকই দিলে,

তাতে সমাজের কি আর আসে যাবে?

উষ্ণ বিনিদ্র হলুদ চাঁদমাখা রাস্তার ল্যাম্পপোষ্ট নেভার লাগাতার উত্‍সবে তোমার বাসার রাস্তা আরো দীর্ঘ হোক,

রিকশার প্যাডেল থেমে থেমে চলুক,

ঘন কুয়াশা ঢাকা রাস্তার সস্তা দোকানে-

ধোঁয়া ওঠা চায়ের গাঢ় নিশ্বাসে-

তোমার ঠোঁটের ক্লান্ত উষ্ণতারা আশ্রয় নিক,

অবিরত দক্ষিনের রাতজাগা বাতাসে-

রাতের বিষন্ন তারারা ঘুমে ঢুলুঢুলু হয়ে গেলেই,

আমি স্বপ্ন দেখতে পারি,

আর তুমি রাজি না হতেই পারো.

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১১

শাহজাহান মুনির বলেছেন: সুন্দর ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া ,ধন্যবাদ শাহজাহান ভাই

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

রাইসুল নয়ন বলেছেন:


ভালোবাসা কথা রাখুক!!
রাজি হোক সমস্ত প্রজাপতিরা সমুদ্র স্নানে!!


মুগ্ধ পাঠ।।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রাইসুল নয়ন

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১০

বৃতি বলেছেন: বেশ ভাল লেগেছে ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বৃতি

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি স্বপ্ন দেখতে পারি,
আর তুমি রাজি না হতেই পারো !!

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.