নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

আমার পাখিটা মারা গেছে

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

ঘুম থেকে উঠেই শুনলাম পাখিটা মারা গেছে.মৃতদেহটি খাঁচার এককোনে পড়ে আছে দেখলাম. শেষরাতে দেখেছিলাম সে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে. পানি পাল্টে দিয়েছিলাম.তার চোখে কি কৃতঞ্জতা ছিল?জানি না. সঙ্গীনী পাখিটা আজ আর ডাকছে না,মৃতদেহটিকে বার বার নাড়াচ্ছে.হয়তো মনে করেছিল ঘুমাচ্ছে.ইদানিং পাখিটা বেলা অবেলায় ঘুমাতো. পাখিটা বড় অসুস্হ ছিল,দুর্বল ছিল,খেতে পারতো না. সঙ্গীনী পাখাটি খাবার ঠোঁটে নিয়ে খাওয়াতো,পাখা দিয়ে আগলে শীত থেকে বাঁচাতো. আমি দরিদ্র মানুষ .তারপরেও পাখিটিকে ৬৫ টাকা রিকশা ভাড়া দিয়ে, ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম. পাখিটা বাঁচলো না. পাখিটার হলুদ সবুজ পালকগুলো ঝাড়ু দেওয়া হচ্ছিল,সঙ্গীনী পাখিটার সকাতর নীবর দৃষ্টি দেখে মৃতদেহটিকে খাঁচা থেকে বের করার মানসিক শক্তি পাচ্ছিলাম না. প্রথম প্রথম পাখিটা কিচির মিচির করে আমার ঘুম ভাঙ্গাতো, উজ্জ্বল রোদ হতে ওম নিতো, সঙ্গীনীর সাথে খেলতো,আমি দেখতাম. আজ সারাদিন সঙ্গীনী পাখিটা তেমন ডাকাডাকি করেনি,খাঁচার যেখানে মৃতদেহটি ছিল সেখানেই বসে ছিল,তেমন খাবারও খায়নি. খুব দ্রুত আরাকটা পাখি কিনে আনতে হবে. আবারও খাঁচাটা আমাকে জীবনের গান শোনাবে. তবে যে আঁচড় পাখিটা বুকে এঁকে দিয়ে গেল তা আমাকে বহুদিন ভোগাবে.

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

রসায়ন বলেছেন: ভাই এই পোস্টটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে । ক্লাস থ্রি না ফোরে পড়া "রাজা" নামের একটা কবুতরের গল্পের কথা মনে পড়লো ।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রসায়ন . আমার পাখিটা
সত্যি
সত্যিই মারা গেছে

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার পাখিটাও মারা গিয়েছিল :(

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আমার টা আজ মারা গেল
ধন্যবাদ স্বর্ণা । স্বাগতম

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

স্বপ্নসমুদ্র বলেছেন: পাখিরে খাঁচায় আটকায়া মাইরা টাইরা আবার ব্লগে পোস্ট দ্যান পাখি মইরা গেছে। অদ্ভুত পাবলিক।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

হাসান মাহবুব বলেছেন: পাখির জন্যে শোকপ্রকাশ করছি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

সমুদ্র কন্যা বলেছেন: সত্যিই আপনার পাখিটা মারা গেছে জেনে খারাপ লাগল খুব। আসুক আরেকটা পাখি, আবার হোক জীবনের গান।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ কন্যা

৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: খাচায় পাখি পোষার আমি ঘোর বিরোধী, ওদেরকে নিজেদের মতো থাকতে দেওয়া উচিৎ

৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: thik bolsen bhai......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.