নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

শীত এক ক্লান্ত নাগরিক

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

শীত আমি তোমায় খুজে পাই ভাবা পিঠার ভাপ ওঠা গুঁড়ে,

পাই শৈশবের কুমিল্লা বাতাকান্দি বাজারের ময়রার দোকানের-

আগুন গরম মিষ্টি সিরকায় ভেজা প্রচণ্ড চমচমে-

কিংবা মধ্যরাতে বাবার চাদরে ঢেকে আনা বোনের প্রিয় রস মালাইয়ে।

শীত তুমি এক প্রিয় শৈশব,

তুমি সকাল চাদরে ঘেরা মায়ের পিঠাপুলি-

সবুজ বিস্তৃত ধানখেত এর বিষণ্ণ দোয়েল,

কুয়াসাচ্ছন্ন শিশিরে আশ্রয় নেয়া এক প্রিয় রংধুনু-

কিংবা খেজুর রসের হাঁড়ীতে বসা এক দুরন্ত কোয়েল।

এ শহরের শীতগুলো যেন প্রেমিকার ক্ষমাহীন প্রত্যাখ্যান-

মানুষগুলো মুষড়ে পড়ে,

চারদিকে মানবতার হাহাকার পড়ে-

নাগরিক রক্তশূন্য দালানের সাদাটে চেহারায়-

কি যেন ছাপ পড়ে-

যেন শহরের কি এক অসুখ হয়েছে।

কূয়াশায় ভেজা লাম্পপোষ্টের ঘোলাটে আলোর ব্যাস্ত পাহারায়-

আমার কবিতা চোখ বূজে ফেলে-

ধীরে ধীরে এক প্রচণ্ড কূয়াশায়-

হাড়িয়ে যায় আমার দোয়েল,ধানখেত ,কুয়াসাচ্ছন্ন শিশির-

এগিয়ে আসে ভাঙ্গা ল্যাম্পপোস্ট,বিষণ্ণ চায়ের কাপ-

আর এক ক্ষমাহীন নাগরিক দিন।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ক্যামনে পারেন এত সুন্দর লিখতে!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন:
আমি ভালো লিখি কিনা জানি না, বাট কষ্ট করে পরলেন ধন্যবাদ ভাই। আবার আসবেন 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.