নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

দ্বিধাগ্রস্থ ক্রোমোজোমের মৃত্যু ( আংশিক )

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

উত্তাল ঘর বাতাসের বিষণ্ণ ভিড়

ঠেলে-

বেহালার করুন সুর ভেসে ভেসে-

মিশে যায় মহানগরের প্রচণ্ড

নিঃশ্বাসে-

যে নিঃশ্বাসেরা আমায় খালি শেষ

করে ফেলে,

কি বিষণ্ণ এই মহানগর-

মুখোশ আর মুখোশ।

রাস্তার দেওয়াল বাতির

ঝকমকে ক্রোমোজোমে-

লাল নীল গলির ঘোলাটে লাম্পপোস্ট

ঘিরে থাকা আলো লোভী পোকার অনবরত

প্রবাহে-

আমি ক্রমশ হারিয়ে যাচ্ছি,

আমি এখন কি করবো?

আমি এখন কি করবো?

নিস্তরঙ্গ আত্মার প্রচণ্ড

মৃত্যুতে তোমরা কেউ প্রার্থনা করো না,

করো না প্রচণ্ড সৃষ্টির ভাঙ্গার প্রচণ্ড

অনুতাপ-

জীবনের দাস বহু আগেই বনে গেছি-

মাথা চাড়া দেওয়ার আগেই মাথা নত

হয়ে গেছে-

সব শেষ হয়ে সব শেষ হয়ে গেছে-

আমি এখন কি করবো?

গদ্য-কবিতা-শিল্প-সাহিত্য-

মহানগরের কষ্টি পাথরে সব পাথর

হয়ে যাচ্ছে-

নিজ দ্যুতি বিচ্ছুরণের প্রানপন

সংগ্রামে আমি ক্রমশ ক্ষয়ে যাচ্ছি-

আর ভালো লাগছে না-

আমি এখন কি করবো?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বহুত খুব।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে পড়ে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.