নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

মুক্তিনামা

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

বিস্তীর্ণ মাঠ ভরে গেছে রৌদজ্জল

উশৃঙ্খলতায়-

দীপ্ত মাঠ ভরে গেছে জনগন নামক এক

প্রছন্ড পঙ্গপালে-

আজ নাকি মুক্তি আসবে-

আজ নাকি চাহিদা মিটবে-

আজ নাকি প্রতিটি মানুষ হামা দিয়ে সুখ

খাবে-

আজ নাকি এক অপ্রতিরোধ্য সূর্যের দিন।

ভরে গেছে,ভরে গেছে-

লক্ষ লক্ষ উত্তাল শ্লোগানে মাঠ পথ

ভরে গেছে-

প্রছন্ড শ্লোগানের ভয়াবহতায় নগরের সব

পাখি উড়ে গেছে-

ক্রোধান্বিত পঙ্গপালের মাঝে থাকা ভঙ্গুর

মঞ্চে নেতা বসে আছেন,

হাসছেন, বলছেন-

তোমরা কি চাও?

-আমরা বাঁচতে চাই,

-আমরা একটি গনত্রান্ত্রিক কবিতা চাই,

-আমরা আমাদের জন্মভূমি ধর্ষণের বিচার

চাই,

-আমরা ৩০ লক্ষ হাড়গোড়ে গড়া এক

কিনবদন্তি লাল সবুজ চাই।

নেতা শুনলেন-

বুঝলেন-

বললেন,হবে , সব হবে-

রৌদ হেঁসে উঠল, বাসন্তিক গাড়

সুখে প্রশান্তি ভেসে বেড়ালো,

নেতার গমগমে স্বর বলে উঠলো-

তোমরা আমার শিকল খুলে দাও-

আমি তোমাদের মুক্তি দেব,

নেতার মঞ্চের চারপাশে তালা মারা এক

প্রচণ্ড শিকল,

জনগন দমে না, তাদের কাছে চাবি আছে-

তারা হাত তুলে চাবি দেখাল-

আজ তারা মুক্তি নিয়েই যাবে-

এক থালা সুখ পেট ভরেই খাবে-

-একি?

একটি চাবি, আজ লক্ষ লক্ষ অংশ-

বিভক্ত জনগনে চাবি ভেঙ্গে চুরে গেছে-

সন্দেহের দৃষ্টিতে এ তার দিকে তাকায়-

কেউ কারও অংশ কাউকে দেবে না-

তাদের মুক্তি দরকার নেই-

তারা মুক্তি নেবে না-

তারা এক হবে না।

আজ আর এক অপ্রতিরোধ্য সূর্যের দিন

হবে না।

লক্ষাধিক পঙ্গপালের প্রচণ্ড

মতানৈক্যে মাঠে নেমে এলো এক

বেহায়া সূর্য।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৫

হাসান মাহবুব বলেছেন: গল্পের মত কবিতা। ভালো লাগলো ফরম্যাটটা।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:৪০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: থ্যাংস হাসান ভাই

৩| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

বটবৃক্ষ~ বলেছেন:



:(
নির্মম সত্য
অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন!!!

ভালোলাগা.....
জাতির অবস্তার উত্তরন হোক।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:৪২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: থ্যাংস বটাপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.