নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

জাপানীজ ওয়াইফ এবং আমার মুগ্ধতা

২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫



এ গল্প সেই যুগের যখন মেইল ছিলো না,ফেসবুক ছিলো না, ছিল চিঠি লেখার যুগ, স্নেহময় চেটার্জী বাঙ্গালী যুবক, মিয়াগি জাপানী কিশোরী। তারা একে অপরকে চিঠি লেখে,ভাল লাগা জানায়, সুখে দুখে চিঠিতেই আপন হয়,তারপর? তারপর তারা চিঠিতেই বিয়ে করে ফেলে। স্নেহময় অনাথ,থাকে তার মাসির সাথে, মাসির বড় শখ স্নেহময়কে তার সইয়ের মেয়ের সাথে বিয়ে দেওয়ার, সেই মেয়ে হল রাইমা সেন, একদিকে বিধিবা রাইমা সেন, অপর দিকে জীবনে একবারো না দেখা মিয়াগি। স্নেহময় সিদুর কেনে, শাখা কেনে, মিয়াগিকে পাঠায়। মন খুব খারাপ থাকলে মিয়াগিকে লং ডিশটেন্স কল করে, ভাঙা ভাঙা ইংরেজিতে প্রেম বড় নিষ্পাপ।এভাবেই কেটে যায় ১৭ টি বছর, মিয়াগির ক্যান্সার হয়, স্নেহময় অসুস্থ হইয়ে পড়ে, মারা যায়,মিয়াগী ইন্ডিয়ায় আসে, তার প্রিয়তম স্বামীর রুমে হেটে বেড়ায়, দেখে কি গভীর মমতায় সব চিঠি,স্যুভিনিউর সাজানো রয়েছে। মুভির এক অংশে স্নেহময়ের সাথে তার মাসীর কথপকথনঃ

-কি বললি? তোর বে হয়ে গেচে?কবে হলো?নুকিয়ে নুকিয়ে? নাম কি? কই বললি নি?

-মিয়াগি।

-ই আবার কেমুন ধারা নাম বাপু? টা বামুন না কায়েত?

-জাপানী

মুভিটা দেখে আমি ভাল পাইছি, সুন্দর সাবলীল অন্যরকম একটা মুভি, ভালোই

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৫

ডি মুন বলেছেন: অনেকবার শুনেছি মুভিটার নাম। কিন্তু কেন যে দেখা হয়ে ওঠেনি জানিনা।

যাহোক আপনার পোস্টের কারণে আবার মনে পড়লো। এবার অবশ্যই দেখে নেব।

ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার, সুন্দর মুভি, আশা করি আপনাকে নিরাশ করবে না

২| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৫

হাসান ইফহাজ বলেছেন: মুভিটা ভালো.. দেখা হয়েছে

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার,

৩| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: দেখি নাই। আপনার রিভিউটা আরেকটু বিস্তৃত হলে ভালো হতো।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বেশী বড় রিভিউ অনেকেই পচন্দ করে না , তাই একটু শর্ট কাট মারলাম,ধন্যবাদ ব্রাদার,

৪| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১

আরজু পনি বলেছেন:

আরেকটু বিস্তৃত করলেই পারতেন...

এতো অসাধারণ একটা ম্যুভির এতো শর্টকাট রিভিউ-এ মন ভরলো না । আমি একাধিকবার দেখেছি ।

অসাধারণ !

তবু্ও ধন্যবাদ জানাই এমন ভালো একটা ম্যুভির কথা শেয়ার করার জন্যে ।
চলুক ভালো ম্যুভির শেয়ার...
শুভকামনা ।।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আসলে রিভিউ এর উদ্দেশে লিখি নাই, মুভিটা দেখে কিছু লিখতে ইচ্ছে হল, বাট লম্বা চওড়া লিখলে অনেকেই বিরক্ত হতে পারে ভেবে অল্প কথায় লিখসি, আসলেই মুভিটা অসাধারন ।ধন্যবাদ

৫| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর মুভি, দেখেছি । রিভিউ ভালো হয়েছে ।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার,

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৪

মুদ্‌দাকির বলেছেন: দেখতে হবে :| :| :|

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: দেখতে পারেন, সুন্দর মুভি

৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

রাজিব বলেছেন: রিভিউ ভাল লাগলো। সংক্ষিপ্ত হলেও যা জানা দরকার জেনে গেলাম। ছবিটা দেখার আগ্রহ জাগল।
চিঠি লেখার যুগ ছিল, এরপর ইন্টারনেটে পেন পাল, ইয়াহু মেসেঞ্জারে বা এমএসএন এ চ্যাট করা। ফেসবুক এসে যোগাযোগ কত সহজ করে দিয়েছে।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: রাইট, আসলে যুগের সাথে তাল মিলিয়ে আন্তরিকতা হারাচ্ছে

৮| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

রাজিব বলেছেন: আন্তরিকতা হারানোর বড় কারণ হল মানুষ যা সহজে পায় তাকে মূল্য দেয়না। চিঠি লিখে ভালবাসা, ফোন ছিল না অনেকের ইন্টারনেট তো দূরের কথা। কত প্রতীক্ষা, কত অব্যক্ত কষ্ট, অন্যদের থেকে অনুভুতি আবেগ প্রেম লুকিয়ে রাখতে হত, অনেকে হয়তো পাগল মনে করতো।
একে অন্যকে না দেখে প্রেম হয় কি করে কিংবা বিয়ে। কিন্তু দুজন মানুষ পৃথিবীর দু প্রান্তে একে অন্যকে সামনা সামনি না দেখে এমনকি কণ্ঠস্বর না শুনে বিয়ের জন্য মনস্থির করে ফেলে এবং তারপর সেই বিয়ের জন্য কত ভেজালই না পার হতে হয়। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম

৯| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

মদন বলেছেন: ডাউনলোডাই

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আপ্নার ডাউনলোড বৃথা যাবে না

১০| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫

রাবেয়া রব্বানি বলেছেন: আমিও ভালো পাইছিলাম মুভিটা

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আমিও,অসংখ্য ধন্যবাদ , আপনাদের মন্তব্যই অনুপ্রেরনা

১১| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫০

লিখেছেন বলেছেন: ধন্যবাদ

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধণ্যবাদ ধন্যবাদের সাথে গৃহীত হইল

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধণ্যবাদ ধন্যবাদের সাথে গৃহীত হইল

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধণ্যবাদ ধন্যবাদের সাথে গৃহীত হইল

১২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

রিফাত হোসেন বলেছেন: ধৈর্য ধরে দেখেছিলাম. অনেক আগে ...
ভাল লেগেছে ।

ধৈর্য বললাম :) আমি আবার সাইফাই এ্যাকশন থ্রিলার ছাড়া ভাল পাই না ।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:১২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম একটু স্লো টাইপ

১৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ২:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমিও দেখবু।

২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: দেখে ফেলুন , ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.