নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

২৪,২৫ বছরের নিজস্ব কোন ঈদ নেই

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪০

২৪, ২৫ বছর বয়সে ফটিক বেলার চুড়ান্ত প্রাপ্তি হয়, ঈদের নামাজ শেষে ঘুমিয়ে পড়া নিয়ম,ফরহাদও তার ব্যাতিক্রম নয়, নামাজ পড়েই একটা বিস্বাদ সিগারেট ধরিয়েছিল,প্রচন্ড গ্যাষ্ট্রিকে বমি বমি ভাবে মেসে ফিরেই ঘুম। ঈদের ছুটিতে পুরো মেস খা খা করছে। ফরহাদ যখন ঘুম থেকে উঠলো তখন বেলা পরে এসেছে। তিনকোনা রোদের দল দেওয়ালের ফাটলে হারিয়ে গেছে।

ফরহাদ হাটছে-

ছোট ছোট মেয়েরা বিশাল সাইজের ভ্যানিটি ব্যাগ নিয়ে আনন্দে ছোটাছুটি করছে,ছোট ছেলেগুলো ঝোল লাগিইয়ে ফেলা পাঞ্জাবী নিয়ে সালামীর হিসেব কষছে, ফরহাদের দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কতদিন সে সেলামী পায়না। ফরহাদের খুব ছোটবেলার কথা মনে পড়ে, ঈদের সকালে বাবার হাত ধরে মসজিদে যেত, নামাজ পড়ে আব্বা আম্মাকে সালাম করে,দলবেঁধে এবাড়ি বাড়ী ঘুরে সেলামী নিত।

-কিরে ফরহাদ,কৈ যাস,করিম চায়ের দোকান থেকে ডাক দিল।

-কোথাও না

-চা খাবি?

ফরহাদ বসে পড়ে।

চায়ের আড্ডা ঘন হয়ে আসে,একে একে সৌরভ,জুয়েল,মমিনেরা হাজির হয়।নিকোটিনের গাঢ় গন্ধে চারপাশ ঝাপসা হয়ে আসে।

২৪,২৫ বছর বড় নির্মম, প্রেমিকার তাড়া, প্রতিষ্ঠিত হওয়ার প্রানপন সংগ্রাম,জীবনের সকল অপ্রাপ্তি দলবেঁধে হাজির হয়, এদের কেউই বোঝে না,এরা ধীরে ধীরে ইনসোমিয়া গ্রস্থ হয়ে পড়ে।

রাত ঘন হলেই এরা বাড়ি ফেরে,কবিতার খাতায় লেখে,

“তারপরপই রাত নামে-

বিষাদ্গ্রস্থ তারায় তারায় ঈদের হাসি ঘুমিয়ে পড়ে-

নিকোটনীয় অর্কিডের মাতাল বদ্ধ রুমে ভাসে-

ইনসোমিয়ার গাঢ় ফুলের সুবাস।’’



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:২৩

হরিণা-১৯৭১ বলেছেন: এটুকু?

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সরি,কিছুটা লেখার পর হতাথ আর লিখতে ইচ্ছে করছিল না, ভাল লাগছে? তাহলে কাল ডিটেইলস লীখে ফেলবো

২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৪

সুমন কর বলেছেন: ছোট হলেও স্মৃতিগুলো পড়তে ভাল লাগছিল। তবে আরো একটু বড় হলে মন্দ হতো না।
ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: দেখি কাল বড় পরিসরে লেখা যায় কিনা, মন্তব্যের জন্য ধন্যবাদ , আপনাকেও ঈদ মোবারোক

৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৮

হরিণা-১৯৭১ বলেছেন: লিখুন, ডিটেইলস লিখুন!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ওকে

৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: ২৪,২৫ বছর বড় নির্মম, প্রেমিকার তাড়া, প্রতিষ্ঠিত হওয়ার প্রানপন সংগ্রাম,জীবনের সকল অপ্রাপ্তি দলবেঁধে হাজির হয়, এদের কেউই বোঝে না,এরা ধীরে ধীরে ইনসোমিয়া গ্রস্থ হয়ে পড়ে। ুব বাস্তবমূখী।। আরেকটু ভেঙ্গে লিখলে আরো ভাল লাগতো।। ধন্যবাদ।।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ইনশাআল্লাহ কাল লিখবো, ধন্যবাদ

৫| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৬

মামুন রশিদ বলেছেন: হুম, এই বয়সটা আসলেই নির্মম । ঈদের শুভেচ্ছা ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ব্রাদার , ঈদ মোবারক

৬| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৫

ইভা লুসি সেন বলেছেন: সোনালী প্যাকেটের ঐ বস্তু ছাড়া আর কাউকেই পাইনি এই ঈদে ।
ভালো লিখেছেন ।
ঈদের শুভেচ্ছা ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ঈদের শুভেচ্ছা সিস্টার , ঈদ মোবারক

৭| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: হু, ঐ বয়সটায় আমারও অনেকটা এরকমই সময় যেতো।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: এখন কেমন যায় ব্রাদার, আপনাকে ঈদের শুভেচ্ছা , ঈদ মোবারক

৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:০০

এম. এ. হায়দার বলেছেন: ২৪,২৫ বছর বড় নির্মম, প্রেমিকার তাড়া, প্রতিষ্ঠিত হওয়ার প্রানপন সংগ্রাম,জীবনের সকল অপ্রাপ্তি দলবেঁধে হাজির হয়, এদের কেউই বোঝে না,এরা ধীরে ধীরে ইনসোমিয়া গ্রস্থ হয়ে পড়ে।


ডাইরেক্ট কথা, ভাই। কোলাকুলি।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কোলাকুলি ব্রাদার, আপনাকে ঈদের শুভেচ্ছা , ঈদ মোবারক

৯| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: হতাশাগ্রস্থ হবার উপযুক্ত সময়।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হয়েই আছি ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.