নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

একটি অসাধারন মুভি কিংবা ফ্লাওয়ারস অফ ওয়ার( Flowers of War-idmb rating: 7.6)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২



Zhang Yimou পরিচালিত অসাধারন এ ঐতিহাসিক মুভিটি ১৯৩৭ সালের চীন-জাপান যুদ্ধের চীনের নানকিংয়ে ঘটে যাওয়া এক অমানুষিক অত্যাচারের চলচিত্ররুপ,মুলত নানকিংয়ের এক ক্যাথলিক চার্চে জাপানী ইম্পেরিয়াল বাহিনী কর্তৃক স্কুলছাত্রীদের ধর্ষন এবং ১৩ জন স্কুলছাত্রীর চার্চে আঁটকে পড়া নিয়ে মুভিটি এগিয়েছে।মুভিটিতে ক্রিসচিয়ান বেল একজন আমেরিকান এবং চার্চে আঁটকে যায় ,যে কিনা ঘটনাক্রমে চার্চে এসে পড়ে,তাদের সাথে আরো আঁটকে যায় একদল পতিতা এবং জর্জ নামের এক বালক যে ওই স্কুল ছাত্রীদের দেখেশুনে রাখতো।



বাইরে যখন নির্মম পৈচাশিকতা নিয়ে জাপানী বাহিনী গির্জা ঘিরে রেখেছিলো গির্জার ভেতর প্রীষ্টের বেশ ধারন করা বেল তখন পতিতা এবং স্কুল ছাত্রীদের ব্যাক্তিত্বের সংঘর্ষ মেটাতে প্রানপন চেষ্টা করছিল,চেষ্টা করছিল কিভাবে এই গির্জা থেকে এসব মেয়েদের নিয়ে নিরাপদে পালিয়ে যাওয়া যায়,পতিতারা একসময় গির্জার সেলারে আশ্রয় নেয়। নারকীয় এক হত্যাযঞ্জ এবং ধর্ষন শেষে ধূর্ত জাপানী কর্নেল প্রতিজ্ঞা করেন যে এই সব কুমারী স্কুলছাত্রীদের আর কিছু বলা হবে না,উল্টো খাবার সরবরাহ করা হবে।যাই হোক এভাবেই চলছিল,এদিকে ওই স্কুল ছাত্রীদের একজনের বাবা জাপানী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুরু করে,যাতে তিনি তার মেয়েকে উদ্ধার করতে পারে,ক্রিসচিয়ান বেল এই বাবাকে বুঝিয়ে গির্জার পুরোনো ট্রাকটি ঠিক করার যন্ত্রপাতি যোগার করে নেয়, একদিন কর্নেল হুকুম করেন,এই সব স্কুলছাত্রীদের তার সাথে যেতে দিতে হবে এক নির্দিষ্ট দিনে,মূলত কারোরই বুঝতে বাকি থাকে না এদের নিয়ে যাওয়া হবে জেনারেলদের মনোরঞ্জন করার জন্য।সেই রাতে স্কুলছাত্রী ১৩ জন কিশোরী সিদ্ধান্ত নেয় তারা গির্জার টাওয়ার থেকে লাফ দিয়ে আত্বহত্যা করবে,এ সময় এগিয়ে আসে সেই পতিতারা,তারা বলে তারা যাবে সেই কিশোরীদের বদলে,কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়, কিশোরী হলো ১৩ জন কিন্তু পতিতা ১২ জন,সুতরাং একজন কিশোরীকে যেতেই হচ্ছে।পুরো মুভিটিতেই ভেসে বেড়িয়েছে জাপানী নির্মম পৈচাশিক ধ্বংসলীলা, জীবনের প্রচন্ড আকুতি, এবং আত্মত্যাগের বেদনা মিশ্রিত মহান বোধ।



asian film awards,golden globe awards,hong kong film awards,golden real awards এ মনোনয়ন পাওয়া এ মুভিটি আপনাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে,অদ্ভুদ গাঢ় বিষন্নতায় ভুগে আপনি হঠাত অনুভব করবেন,আমাদের পরিচালকেরা আস্তা কুলাংগার যারা ৭১এর মতো সমৃদ্ধ ইতিহাস নিয়ে কিছু বানাতে পারে না।এ দুঃখ রাখি কই, আমাদের দেখতে হয় বস্তা পচা ফরম্যাটের থার্ড গ্রেড স্ক্রীন।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

এম হাবিব আহসান বলেছেন: লিঙ্ক চাই

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সরি ব্রাদার,মুভিটি আমি ডাউনলোড করি নাই,তবে টরেন্টে পাবেন সিউর, ধন্যবাদ

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

এম হাবিব আহসান বলেছেন: লিঙ্ক চাই

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০

ইমিনা বলেছেন: ম্যুভিটা দেখতেই হবে।

এমন একটা ম্যুভি সম্পর্কে ধারনা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আরো অনেক ম্যুভি রিভিউ পাবো।

শুভকামনা সব সময়।।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ইমিনা সুন্দর মন্তব্যের জন্য,আবার আসবেন, আমার ব্লগের আরো দুই একটা মুভি রিভিউ পোষ্ট করেছি, যেমন জাপানীজ ওয়াইফ,মাটির ময়না , আ সেপারেশন , পড়ে দেখতে পারেন হাতে সময় থাকলে।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটা।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেখার ইচ্ছা থাকলো ---

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: দেখে ফেলুন, না দেখলেই মিস

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

বোকামানুষ বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেখার ইচ্ছা থাকলো

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুভিটা আমি দেখেছি । আপনার রিভিউ দেখে আবার দেখতে ইচ্ছে করছে।

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুভিটা আমি দেখেছি । আপনার রিভিউ দেখে আবার দেখতে ইচ্ছে করছে।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বার বার দেখার মতই মুভিটি, ধন্যবাদ

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

বোকামানুষ বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেখার ইচ্ছা থাকলো

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০

শুঁটকি মাছ বলেছেন: রিভিউ পড়েই বিষন্ন লাগছে। দেখতে হবে।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আসলে ব্রাদার মুভিটার অনেক কিছুই আমি বাদ দিয়ে লিখসি, আসলে এতো নির্মমতা আমি লিখতে পারি নাই, মুভিটা দেখা উচিত,ধন্যবাদ মন্তব্যের জন্য

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

শুঁটকি মাছ বলেছেন: ব্রাদার না!
সিস্টার!!!! :(

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অকে ওকে সরি সিস্টার :)

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: ভালই মনে হচ্ছে মুভিটা// দেখিনি এখনও//

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: দেখে ফেলুন, মুভিটা সুন্দর, মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.