নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

মৃত মানবের দেশে (আংশিক)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

খূড়ে দেখো,এ বুকের প্রতিটি ইঞ্চি খূড়ে দেখো-

ঘুমিয়ে আছে আমার ছাপ্পান্ন হাজার বর্গমাইল,

তার বুক খূড়ে দেখো,

দেখবে গাঢ় সবুজ পাতার দল-

দেখবে শরতের ছেড়া আকাশ,অন্তহীন মেঘের দুরন্ত কোলহোল,

শ্যাওলা ঢাকা গূল্ম পাতায় দীঘির কালো জল,

সেদিন কথা হয়েছিল তার সাথে-

বলেছিলাম ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দুরন্ত কিশোরীকে,

একদিন তোর চুলে বেঁধে দেবো আকাশের উজ্জ্বলতম অনন্ত নক্ষত্রমালা-

তুই চুল খুলে হাসবি,

গুজে দেবো তোর চুলে একগুচ্ছ কৃষ্ণচূড়া-

তুই মন ভেজাবি,

দলকানা,মতকানা রোদের দল ভিজে যাবে মুক্তধারার সুস্থ বৃষ্টিতে,

প্রেমিকার ঠোঁটের মাতাল সুঘ্রান সেদিন বাতাসে ছড়াবে-

ধুয়ে যাবে-

ধূয়ে যাবে নগরের রক্তাক্ত দেওয়াল,

দেওয়ালে লেখা শ্রমিকের নাম, পদ্মার আহাজারি,

রাজপথের বিলাপ,

সব ধুয়ে যাবে,

( আংশিক)







মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
মুক্তধারার সুস্থ বৃষ্টির আশায় রইলাম ...

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রাদার

২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

বৃশ্চিক রাজ বলেছেন: একদিন দুপুরে টেমসের তীরে বসে ছিলাম। তখন পাশেই একটা মেয়ে গুনগুন করে কি যেন গাইছিল। আমি যদিও তার কিছুই বুঝিনাই। কিন্তু মনে হচ্ছিল যেন হাউ রোমান্টিক শী ইজ ! আপনার কবিতাটা ঠিক সেই দুপুরের কথা মনে করিয়ে দিল বাডি।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.