নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

আমরা কজন বৃষ্টি ধরবো বলে

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আমরা কজন বৃষ্টি ধরবো বলে-

নেমে গিয়েছিলাম সান্ধ্য আকাশের নীচে-

মেঘ ফেটে ঝরে গিয়েছিল,

আমারা কজন বৃষ্টি ধরবো বলে।



আমরা কজন বৃষ্টি ধরবো বলে-

নগরের প্রতিটি কাঁচের শার্সিতে ফুটেছিল বৃষ্টির ফুল-

ঝরে গিয়েছিল প্রতিটি বকুল,ভেসে গিয়েছিল অঝর ধারায়-

আমরা কজন বৃষ্টি ধরবো বলে।



আমরা কজন বৃষ্টি ধরবো বলে-

ধূমায়িত চায়ের কাপে ছিল প্রচন্ড তৃষ্ণা,বাতাসে নিকোটিনের চনমনে ঘ্রান-

রাস্তায় ছিল হুডখোলা রিক্সা,প্রেমিক-প্রেমিকার দমকা দমকা প্রেম-

ছিল হুল্লোড় করা টোকাই ছেলের দল,মেখেছিল টায়ারের চাকায় আশ্চর্য মেঘদল,

বৃষ্টির চাদরে নগরী যেন এক ঝাপসা ঝাপসা মেঘ,

কি নিদারুন শোকে রাস্তার কালো পিচ আরো কালো হয়েছিলো,

কি স্নিগ্ধ মোহে প্রেমিকা চোখে কাজল এঁকেছিল-

কি উন্মাদ ঝংকারে জানালার কাঁচ ভেঙ্গে পড়েছিলো,

সবই হয়েছিল আমরা কজন বৃষ্টি ধরবো বলে,

আমরা কজন বৃষ্টিতে ভিজবো বলে।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০

বকুল০৮ বলেছেন:
"বৃষ্টির চাদরে নগরী যেন এক ঝাপসা ঝাপসা মেঘ,
কি নিদারুন শোকে রাস্তার কালো পিচ আরো কালো হয়েছিলো,
কি স্নিগ্ধ মোহে প্রেমিকা চোখে কাজল এঁকেছিল-
কি উন্মাদ ঝংকারে জানালার কাঁচ ভেঙ্গে পড়েছিলো,"

----অসাধারণ! অনেক ভালো লাগা রেখে গেলাম!

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ

২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার +++

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: থ্যাংস ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.