নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

চড়ুই কিংবা পেপারে ছাপা ডাষ্টবিন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

আমার জানালার কপাটে যা চড়ুইটা রোজ সকালে এসে বসতো আজ সে একা বসে নি,কি সুন্দর আরেকটি চড়ুই নিয়ে বসেছে,হালকা উম উম রোদ পোহাচ্ছে,যেখানে তাদের কোনটি ছেলে কোনটি মেয়ে আমি বুঝতে পারি না সেখানে তাদের কিচমিচ আমার বোঝার প্রশ্নই ওঠে না,তবু তাদের কথোপকথন কল্পনা করা যাক:

-দেখছো,লোকটা আমাকে দেখছে,যাও একটা চড় মেরে দিয়ে আসো

-হ্যা হ্যা,আমি যাই আর লোকটা আমাকে আটকে ফেলুক

-তুমি ভারী ভিতু

-আরে ছেড়ে দাও,এ লোক বেলা একটা পর্যন্ত ঘুমোয়,উঠে ডালপুরি চা খায়,আমাকে এক দু টুকরা ডালপুরি ছুড়ে দেয়,বেকুবটা বোঝে না যে আমি ডালপুরী খাই না।

-চল অই ভেন্টিলেটর এর খোপে বাসা বেধে ফেলি

-লোকটা যদি ভাংগে ফেলে?

- এ বেটা বিছনা থেকে ওঠে না আর এত উচু ভেন্টিলেটর পর্যন্ত উঠবে?

যাই হোক এর পর বহুদিন কেটে গেছে,আমার বাসার কোন ভেন্টিলেটর খালি নেই,সব চড়ুইয়েরা দখল করে নিয়েছে,একবার একটা চড়ুইয়ের বাচ্চা পড়ে গিয়েছিল,আমি তাকে তাদের বাসাতেই তুলে দিচ্ছিলাম,মা পাখিটা কি ভীষন চেচামেচি না লাগিয়েছিল,আমার চারপাশে ঘুরে ঘুরে কামড়ে দেওয়ার চেষ্টা করছিল, আমি চড়ুই টিকে বাসায় তুলে দেওয়ার পরই মা চড়ুইটি শান'ত হয়,ভাগ্যিস চড়ুইয়েরা পেপার পড়তে পারে না,পারলে আমি ভীষন লজ্জা পেতাম,আমি জানি মা সন্তানকে ডাষ্টবিনে ফেলে গেছে এ খবরটি চড়ুইটির চোখ এড়াতো না।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

অন্ধবিন্দু বলেছেন:
আঁচড়, ব্যথিত করলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অশ্রুবিন্দু, আবার আসবেন

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

অপূর্ণ রায়হান বলেছেন: চড়ুই কথন ভালো লাগলো ভ্রাতা । ভাগ্যিস চড়ুইয়েরা পেপার পড়তে পারে না !

ভালো থাকবেন :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান , ভালো থাকবেন

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার বক্তব্য +

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ. ভালো থাকবেন

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছোট্টকথন । ভাগ্গিস ওরা পেপার পরতে পারে না নাহয়তো ওরা এদেশেই বাসা বাঁধতো না । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হা হা , ভালোই বলেছেন, ধন্যবাদ

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

আবু শাকিল বলেছেন: ভাল লিখেছেন :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার ,আবার আসবেন

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

সাইফুদ্দিন আযাদ বলেছেন: মজা পেলাম...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ , পাঠে কৃতজ্ঞতা

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

রাজা খায় গাজা বলেছেন: অসাধারন লাগলো ....চড়ুই কথা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্রাদার

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ডি মুন বলেছেন: ভাগ্যিস চড়ুইয়েরা পেপার পড়তে পারে না !


++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন:

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

আলম দীপ্র বলেছেন: আমার অনন্য লাগল !!!!!! :D :D :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ , আবার আসবেন

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

খাটাস বলেছেন: এক কথায় অদ্ভুত সুন্দর। অনেক বেশি ভাল লাগা ভায়া। লিখতে থাকুন।
ভাল থাকবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: স্বাগতম খাটাস, আবার আসবেন, ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.