নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

অরুন এবং অভিমানী কাশফুল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

ছোট্ট অরুন দত্তের ঘুম ভেংগে যেতেই সে ধরমড়িয়ে উঠে বসলো,তার চোখে মুখে খুশী খুশী রোদ ঝল মল করছে,আজ সে বেজায় খুশী,একটু পরই যাবে মধু ভাস্করের দোকানে,সেখানে বিশাল দূর্গা মুর্তি বানানো হচ্ছে,বিশু বলেছিল দেখেছিস অরুন কি বিশাল,আকাশের মত, অরুন কিছু বলে নি,শুধু চুপচাপ মুর্তির আয়ববের দিকে তাকিয়ে ছিলো,আজ প্রথমে সে বিশুর বাড়ি যাবে তারপর মধু ভাস্করের দোকান।
অরুন স্রষ্টা বোঝে।না,ধর্ম বোঝে না,স্বর্গ নরক পাপ পূন্য বোঝে না,সে বোঝে প্রতিবছর দূর্গাপুজা হয়,নতুন জামা কাপড়ে কয়েকদিন খুব মজা হয়, গান বাজে, মেলা বসে, সবাই বেড়াতে আসে,ছোট্ট অরুন এগিয়ে যাচ্ছে,ওই দেখা যায় মধু ভাস্করের দোকান।ভীড় দেখা যায়।
৯ বছরের ছোট্ট অরুন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে,দূর্গার হাত নেই,একপাশ ভাংগা,বিশাল মুর্তিটা কে যেন ভেংগে ফেলেছে,যেন মুর্তি ভাংগে নি ভেংগে গেছে অরুনের সকল অস্তিত্ব,তার পুরো অস্তিত্বে কে বা কারা যেন প্রচন্ড নাড়া দিয়ে গেছে,অরুনের চোখে পানি চলে এলো,সে রাস্তা ধরে হাটছে,রোডের ধারে যেখানটায় এক ছোট্ট নদীর তীর সেখানে একরাশ কাশফুল দুলছে,স্বচ্ছ পানিতে পড়ে নীল আকাশের সাবলীল প্রতিচ্ছবি,অরুনের মনে প্রশ্ন জাগে,মানুষের মন কেন আকাশের মত বিশাল নয়,নীল আকাশ নীরব থাকে,বাতাসে বাতাসে দোলে কাশফুলের সমস্ত অভিযোগ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মামুন রশিদ বলেছেন: প্রকৃত ধর্মপ্রাণ অন্য ধর্মের উপর আঘাত করতে পারেনা । যারা আঘাত করে তারা দস্যু । এদের কঠোর শাস্তি চাই ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ঠিক, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.