নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

জালালের ট্রাফিক জ্যাম এবং অন্যান্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

জালাল রেলগেটের জ্যামে পড়েছে প্রায় একঘন্টা,অফিস থেকে ফেরার পথে এমন জ্যাম দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে,প্রচন্ড মাথাব্যাথায় জালাল বাসের সামনের সিটে মাথা দিয়ে ঠেক দিলো,পাশের ভদ্রলোক খালি দু পা নাড়াচ্ছেন,নাড়াচ্ছেন আর নাড়াচ্ছেন,এমনিতেই পাবলিক বাসগুলো এমন হাটু সামনের সিটে আটকে যায়,জালাল বিরক্ত হয়ে বললো- আংকেল পা না নাড়ালে হয় না? আংকেল কোন কথা না বলে আরো জোরে পা নাচাতে থাকলেন,সামনের সিটে বসেছেন বিশিষ্ট রাজনিতীবিদগন,দেশের কেমনে ভালো হয় তার চুলচেরা বিশ্লেষন করতে করতে ঝগড়া লাগিয়ে মুখ লাল করে বসে আছেন এর ভেতর কন্ট্রাক্টর ভাড়া দেন ভাড়া দেন করে জালালের গায়ে থুথুর ফুলঝুড়ি ফেলে দিলো,জালাল জ্যামে বসে ঘামতে লাগলো, জ্বরে ক্লান্তিতে হতাশ জালাল বসে রইল জীবনকে শেকল পরিয়ে রাখা শিক্ষা, খাদ্য, চাকরী,ঘরে ফেরা, সন্তান উতপাদন,বৃদ্ধ হয়ে মরে যাওয়া নামক প্রক্রিয়ার মাঝে,তার মনে হলো বাসের মত তার জীবনটাও জ্যামে পড়ে গেছে,আজ থেকেই পরিবর্তন দরকার,জালাল বাস থেকে নেমে হন হন করে হাটা দিলো, জ্বরাগ্রস্থ জালালের পাশ দিয়ে কেটে গেলো একঝাক আদিম বাতাস।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: জীবনটাও জ্যামে পড়ে গেছে,আজ থেকেই পরিবর্তন দরকার,জালাল বাস থেকে নেমে হন হন করে হাটা দিলো, জ্বরাগ্রস্থ জালালের পাশ দিয়ে কেটে গেলো একঝাক আদিম বাতাস।

ভালো থাকবেন ভ্রাতা :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: বেশ হয়েছে অণুগল্প।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: থ্যাংস হাসান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.