নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

মনিরুজ্জামানের কোরবানী এবং অন্যান্য

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

রাতের বিস্তৃর্ন নক্ষত্র চিরে ভেসে এলো আল্লাহু আকবার,আল্লাহু আকবার...
-ওরা দাড়িয়ে আছে লাইন ধরে,ওরা এ ধরনের পরিবেশে অভ্যস্থ নয়,চারপাশ কঠিন পাথুরে,থমথমে বাতাসে কি যেন ওত পেতে আছে।
দুপেয়েরা এসে ওদের গোসল করিয়ে কোথায় যেন চলে গেল,হালকা শীতল বাতাসে ইথারের মত থম থমে হয়ে আয়বব নিচ্ছে প্রচন্ড ভয়,হতাথ সব চুপচাপ হয়ে গেল,কারা যেন আসছে।
মনিরুজ্জামান বিড়িতে টান দিয়ে গরুর মাথা কোলে নিয়ে বসে আছে, পাশে হাশেমের গরু,যেভাবে শুয়ে আছে বোধহয় সেন্সলেস হয়ে গেছে,চোখ উল্টে চুপ করে পড়ে আছে,মনিরুজ্জামান বুঝতে পারছেনা সে কি করবে,সে আবার চিন্তা করেছিলো নিজের গরু নিজেই জবাই করবে,এখন গরুর চোখের দিকে তাকিয়ে হাত আর উঠছে না,মায়া পড়ে গেছে,সবুজ ক্রিষ্টালের মত চোখে কি বিষন্নতা,জীবনের সব দ্যুতি ওই চোখ থেকে কোথায় যেন হারিয়ে গেছে,মনিরুজ্জামানের মাথায় ঢোকে না এই যে পশু কোরবানী করা হয় কয়জন মানুষ এর তাতপর্য বোঝে,লোকে কোরবানী ঈদকে বানিয়ে ফেলেছে জাষ্ট পশু জবাইয়ের উতসব,পশুর পর পশু জবাই হচ্ছে,চারপাশে হুল্লোড় করছে যারা তাদের কারো চোখে মনিরুজ্জামান ত্যাগ দেখে না,কোরবানীর মহত্ব দেখে না,দেখে কেবল মাংসের ক্ষুধা,এ ধরনের কোরবানীর কি মহত্ব মনিরুজ্জামান বুঝতে পারে না,লোকজন চলে এসেছে,তার ছোট ছেলে কবির গরুর শরীর জড়িয়ে ধরেছে,কবিরের চোখে কি পানি জমেছে বোধহয়,ইমাম উপস্থিত,প্রচন্ড আল্লাহু আকবার ধ্বনির সাথে উড়ে গেলো একঝাক পাখি,ফিনকি দিয়ে রক্ত এসে ভিজিয়ে দিলো মনিরুজ্জামানের সাদা সার্ট।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা :(

শুভেচ্ছা নিবেন ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার, আবার আসবেন

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

আহসানের ব্লগ বলেছেন: +

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.