নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

আমি মরে যাওয়ার পরে (আংশিক)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

আমি মরে যাওয়ার পরে,
যে অনিন্দ্য গোলাপটি ফুটবে,
ভালোবাসায় সেটি তুলে নেবে কোন উদ্ভ্রান্ত প্রেমিক-
যে প্রেমিকাটি চোখে কাজল দেয়,
হয়তো তার একরাশ এলো-চুল উড়বে চৈত্রের বাতাসে-
যে কবিটি আর লিখতে পারে না-
সে হয়তো রাত জেগে লিখবে অন্ধকারকে চূর্ন বিচূর্ন করা কবিতা।
আমি মরে যাওয়ার পরে-
ধোঁয়া ধোঁয়া নগরে হয়তো উড়বে একপাল প্রজাপতি-
তোমাদের নিশুতে জানালায় বসবে আগুনের মত জ্বলজ্বলে সবুজ জোনাক-
রাত ভাঙ্গা জোছনায় তোমাদের ছাদে শোনা যাবে কিশোরীদের গান।
আমি মরে যাওয়ার পরেই হয়তো রচিত হবে শ্রেষ্ঠতম কবিতাটি-
হতে পারে তোমরা শুনবে শ্রেষ্ঠতম সিম্ফনীটি,
দেখবে মোনালিসাকে অতিক্রম করা শ্রেষ্ঠতম চিত্রকলাটি,
এমনো হতে পারে-
আম মরে যাওয়ার পরে-
তোমাদের হৃদয়টি হয়ে উঠবে হিমালয়ের চেয়ে শীতল-
স্যাঁতস্যাঁতে নগরে তোমরা তোমাদের মনে পালবে হাজার হাজার নষ্ট পঙ্গপাল-

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা +

শুভকামনা :)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লাগল :)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা , ধন্যবাদ , আবার আসবেন

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
আম মরে যাওয়ার পরে-
তোমাদের হৃদয়টি হয়ে উঠবে হিমালয়ের চেয়ে শীতল-
স্যাঁতস্যাঁতে নগরে তোমরা তোমাদের মনে পালবে হাজার হাজার নষ্ট পঙ্গপাল-
- আহা! চমৎকার! মুগ্ধপাঠ!

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আরে, ইফতি ভাই যে, বহুদিন পর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.