নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

দ্য ইন্টাচেবল-(আইডিএম-রেটিং ৮.৬ )

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮

দ্য ইনটাচেবল মুভিটি যখন দেখতে শুরু করি মনে হয়েছিল বোধহয় ধুমধাড়াক্কা কোন মুভি,কিছুক্ষণ দেখার পরই আবিস্কার করি আমি পরিচিত হতে শুরু করেছি সুন্দর পরিচ্ছন্ন একটি ফ্রেঞ্চ ক্ল্যাসিকের সাথে, আইডিএম রেটিং ৮.৬ এর মুভিটির গল্প এগিয়ে যায় ড্রিস নামের এক জেল ফেরত কয়েদির ইন্টারভিউ দিয়ে,ড্রিস ইন্টারভিউ দিতে যায় প্যারিসের এক সম্ভ্রান্ত পরিবারে,যে পরিবারের কর্তা ফিলিপস পুরোপুরি ভাবে পঙ্গু,এই পরিবার এমনি এক পরিবার যারা অপেরায় অভ্যস্ত,মর্ডান আর্টেই যাদের রুচি।বলতে গেলে পুরোপুরি ক্ল্যাসিক,যাই হোক ড্রিসের পরীক্ষামুলক ভাবে চাকরি হয় ফিলিপসের কেয়ার টেকার হিসেবে,এর পরেই মুলত কমেডি ড্রামার চূড়ান্ত রূপ শুরু,যেখানে ফিলিপসের সিগারেটের ধোঁয়ার আশেপাশে যাওয়া মানা সেখানে দেখা যায় ড্রিস সিগারেট জ্বালিয়ে ফিলিপস্কে খাইয়ে দিচ্ছে,আরে বেটা আর কদিন বাচবি,খাইয়া দাইয়া মর টাইপ ভাবভঙ্গি করে,খুব সিরিয়াস অপেরায় যখন আ উ উউউ সুর উঠছে,এবং প্যারিসের সম্ভান্ত অভিজাতরা খুব গম্ভীর ভাবে তা শুনছে, ড্রিস তখনি হেসে উঠছে,ভেংগাচ্ছে আ উ করে, ড্রিস যেখানে পুরোপুরি হিপহপ সেখানে ফিলিপ্স পুরোপুরি গম্ভীর অভিজাত,মুভিটি দেখার পর আপনার অনুভূতি হবে পুরোপুরি ফ্রেস,ড্রিসের প্রতিটি হাসি যেন আভিজাত্য নামক শেকলের উপর একেকটি কষাঘাত।

বিপরীত মেরুর দুজন মানুষের বন্ধুত্ব যে কত সুন্দর হতে পারে,অভিজাত্যের বাইরে সাধারন মানুষের জীবন যে কতটা সুন্দর,কতটা স্বাধীন সেটি দেখে ফেলার জন্য দেখে ফেলুন দ্য ইন্টাচেবল ,মুভিটি যে সব পুরস্কার জিতেছে একনজরে সেগুলোঃ

1. African-American Film Critics Association- Best Foreign Film

2. David di Donatello Awards_Best European Film

3.Golden Trailer Awards-

4.Best Foreign Comedy Trailer

5.Goya Awards - Best European Film

6.Tokyo International Film Festival

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: দেখি নি এখনো মুভিটা । দেখার ইচ্ছা আছে ।
শুভেচ্ছা ভ্রাতা ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ছবিটা আমার কাছে ওভাররেটেড মনে হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.