নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

বালক এবং একটি ১৬ই ডিসেম্বর

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫০

আমার মনের অতল গহ্বরে যে অতলে আমি কোন দিন যাই নি,কোন দিন ডুব দেই নি,সেই স্থানে বাস করে একটি ছোট্ট বালক,যে বালক সবুজের মাঝে লাল একটি পতাকা নিয়ে গাঢ় হলুদ সরিষা ক্ষেতে অবিরাম দৌড়োয়,হঠাত হঠাত তার উল্লাসিত জয় বাংলা আমার বুকের ঠিক মাঝখানে যখন আলতো করে মাথা রাখে,আমি চার পাশে চেয়ে দেখি পুরো বাংলাদেশ একটি বিষন্ন বালিকার চোখের কোনে লুকিয়ে থাকা একফোঁটা অশ্রুর মত জ্বলজ্বল করে,প্রতিবার ১৬ই ডিসেম্বরের আগমন বার্তা যখন কামানের গোলার প্রচন্ড সুগর্জনে উল্লাসিত হয়ে অঠে,আমার বুকের মাঝে বাস করা সেই ছোট্ট বালক দৌড়ুতে শুরু করে,এ নগরের হাজার কোটি দালান,সেতু,রাজপথ মোড়া মিছিলে সে দৌড়ুতে থাকে,দৌড়ুতে দৌড়ুতে তার পা ছিড়ে যায়,কেটে যায় তবু সে দৌড়ুয়,আমি জানি একদিন সে পৌঁছে যাবে সেই বিষন্ন বালিকার কাছে,যার এক ফোটা টলটলে অশ্রু লাল সবুজে জ্বলজ্বল করার অপেক্ষায় আছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

আজকের বাকের ভাই বলেছেন: কিছুই খুজে পেলাম না, তবুও কী যেন মনে দাগ কেটে গেল।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

ডি মুন বলেছেন: চমৎকার লিখেছেন অনুভূতির কথা।

শুভেচ্ছা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,ধন্যবাদ

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুভূতি।
বিজয়ের উষ্ণ শুভেচ্ছা.......

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,ধন্যবাদ আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা,আশা করি সুন্দর সময় কাটিয়েছেন

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,ধন্যবাদ হাসান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.