নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

৩০০ ফিট পাইপ এবং অন্যান্য

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

দুপুরে ঘুম থেকে ওঠা ঝিম ঝিম
মাথা নিয়ে হাটতে বের হতেই দেখলাম
পুরো বাংলাদেশ মোটামুটি ৩০০ ফিট
একটি পাইপে আটকে দম বন্ধ
হয়ে মরে যাওয়ার অপেক্ষায় আছে,চার
পাশে বিশাল বিশাল পাওয়ারওলা মানুষজনের
ভীড়,আমি কিছুটা সরে এলাম,পাওয়ার
আলা মানুষজনের আসে পাশে কম যাওয়াই
ভালো,এরা বিবেকহীন নির্বোধ টাইপের
হয়,আর বাংলাদেশের জনগন, উত্তেজিত
বিকৃত মানুষিকতার মানুষজন যারা খাওয়ার
টেবিল থেকে নিজ মেয়ের স্মিত
হাসিতে রাজনিতী খুজে পায়।প্রথম বিকৃত
বলে ওঠে,এটা আম্মীলীগের
দুষ,আরেকটি বলে,সব নাস্তেকের উপর
অভিসাপ,আর কিছু বলে আমরাই হিরু,আর
আরেক বিকৃত বলে এগুলা সব গুজব,গুজুবে কান
দিবেন না,৩০০ ফিট পাইপ যেন ৩০০ সদস্য
বিশিষ্ট কোন একটি উচ্চ ক্ষমতার
স্থান,এবং যার বেশীর ভাগ সদস্যই
পিচ্ছিল,বাইন মাছের
মত,ময়লা শ্যাওলা ধরা বমির মত,বাংলাদেশ
যতবার পাইপ
বেয়ে উঠতে যাচ্ছে পড়ে যাচ্ছে,পিছলে যাচ্ছে,আমি সিগারেট
ধরিয়ে সামনে হাটা দিলাম,আমার ৩০০ ফিট
ক্ষমতার পাইপের পর জনগনের
কথা মনে পড়লো,হঠাত আমার খুব
প্রস্রাবের বেগ
পেলো,আমি চিন্তা করতে থাকলাম সব কিছু
বড় বেশী পবিত্র হয়ে উঠছে,এই শহর,দালান
কোঠা,বড় বড় বুলি,সব কিছু পবিত্র বড়
বেশী হয়ে উঠছে,ইচ্ছে করছে ছ্যাড় ছ্যাড়
করে সব শালাকে অপবিত্র করে দেই,অবশ্য
সামনে একটি পাবলিক টয়লেট পেয়ে আমার
সকল রকমের বাজে (!!!)
ইচ্ছে গুছে গেলো,এবং আমিও পবিত্র
হয়ে উঠলাম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ! দারুন ভাবনা

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ সকাল ব্রাদার

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ক্লান্ত মনে কবিতা ভালোলাগা রইল ভাই।

ভালো থাকবেন।।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: কেমন আছেন? পাঠে কৃতজ্ঞতা

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৬

বটবৃক্ষ~ বলেছেন:
ভালো হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ বটাপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.