নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

তারাদের মৃত্যু এবং অন্যান্য

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

আজ একটি তারার গল্প বলতে ইচ্ছে হচ্ছে,যে তারাটি বয়সে কিশোর,সন্ধ্যা হতেই পুব আকাশে আস্তে করে চোখ মেলে,দেখে দূরে নীল আর সবুজে রংয়ের ছোট্ট একটি গোল কিছু,নাম নাকি পৃথিবী,জায়গাটা নাকি বড় অদ্ভুদ,বড় মানবিক,প্রেমিকাদের নাকে নাকি থাকে তারাদের মত নাকফুল,শিশির ঘাসে ভোরের প্রথম কিরনে ফোটে মোলায়েম আলোকছটা,মাইলের পর মাইল থাকে দালানের পর দালান,শহরের পর শহর,ওখানে নাকি প্রেমিক-প্রেমিকারা তারাদের দেখে আপ্লুত হয়,কবিরা নাকি বিষন্ন হয়,রাতেরা নাকি গভীর থেকে আরো গভীর হয়,কবিতাগুলোতে নাকি নক্ষত্রের বিষন্ন গানের কথা লেখা হয়,এ সব ভাবতে ভাবতে কিশোর তারা ঢুকে পড়ে পৃথিবীর বায়ুমন্ডলে,দূষিত পৃথিবীর বায়ুমন্ডল,যা সব জ্বালিয়ে দেয়,পুড়িয়ে খাক করে দেয়,কিশোর তারাটি পুড়ে যায়,রাতের আকাশের এ মাথা হতে ওমাথায় দোড়ে হঠাত খসে পড়ে।
নাজনীন আর শাহেদ বারান্দায় বসে একটি তারার খসে যাওয়া দেখলো।তারা খসে যাওয়ার সময় কিছু ইচ্ছে করলে নাকি তা পুরন হয়,শাহেদ নাজনীনকে জড়িয়ে ধরে বিড়বিড় করে কি যেন বললো,একটি তারার মৃত্যু যে ভালোবাসার জন্ম দিলো তা আর তারাটির জানা হলো না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই নিয়মিত এ অধমের ব্লগে পরিভ্রমনের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.