নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুদ গনত্রান্ত্রিক কালো পাখি এবং বিষন্ন মিউজিকরুম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আমি এ মুহুর্তে সুন্দর কিছু ভাবতে চাচ্ছি,তবে আমার ভাবনাতে বারবার ঘুরে ফিরে আসছে একটি বিশাল কালো পাখি,যে পাখিটি উড়ে চলেছে তার সুবিশাল দুটি কালো পাখা নিয়ে প্রিয় বাংলাদেশের উপর দিয়ে,গিয়ে বসছে বিভিন্ন কর্তাদের কাধে,কর্তারা নির্দেশ দিচ্ছেন,কালো পাখিটি উড়ে চলেছে,তার সুবিশাল পাখার ঝাপটায় শহরের সমস্ত কাচ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে,সমস্ত দালানগুলো ভয়ে থর থর করে কাপছে,তার প্রচন্ড শিষে বাস-টেম্পু-শহর-নগর-মানুষ-ফুল পুড়ে কয়লা হয়ে যাচ্ছে,পাখিটি অদ্ভুদ এক গনত্রান্ত্রিক মদে মাতাল হয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি কোনে প্রতিটি মনে উড়ে যাচ্ছে,তার নিজেকে প্রচন্ড একদল শয়তানের দূত মনে হচ্ছে,পুরো বাংলাদেশটা দোযখে পরিনত করার সংকল্প তার মনে দৃঢ় হয়ে উঠছে,সে বার বার জপছে গনত্রন্ত্র গনত্রন্ত্র গনত্রন্ত্র,হঠাত তার সামনে ভেসে উঠলো একদল পথচারী,তার সুবিশাল পাখার ঝাপ্টায় একজন ছাত্র পুড়ে গেল,মায়ের চোখের জল বাস্প হয়ে আকাশের মেঘ হয়ে গেল,একজন ভাই মারা গেলো,বোনের জায়নামাজ নীল নদের মত অশ্রুসিক্ত হয়ে উঠলো,বহু পিতা বাকরুদ্ধ হয়ে গেলো,তার খন খনে হাসির বদৌলতে সদ্য ভুমিষ্ঠ বাচ্চাগুলো পুনরায় মায়েদের জঠোরে ফিরে যেতে চাইলো,এ বাংলাদশে তারা বোধহয় আসতে চায় না,আমার ইদানিং সেই বিশাল পাখিটি হতে ইচ্ছে করছে,ইচ্ছে করছে সমস্ত কর্তাব্যাক্তিদের সামনে গিয়ে শিষ বাজাতে,ডানা দিয়ে প্রচন্ড ঝাপ্টা দিতে,ইচ্ছে করছে বিশাল পাখগুলো দিয়ে সবাইকে আগলে রাখতে,হটাঠ আমার খুব পিয়ানো বাজাতে ইচ্ছে করছে,পিয়ানো রিডের উচ্ছ্বল রংগুলো শহরের রাস্তায় একটু হাটতে গেলো,এক কাপ চা খেতে গিয়ে একপাল নিকোটিন টেনে ঘরে ফিরতেই দেখলাম উজ্জ্বল মুখগুলো আর উজ্জ্বল নেই,তখন আমি বুঝে নিলাম বহুদূরে কোথাও কালো পাখিটি জপছে গনত্রন্ত্র গনত্রন্ত্র গনত্রন্ত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.