নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

যতবার তোমাকে দেখি ততবারই নতুন কিছু চোখে পড়ে-
যেমন ঐ বিশুদ্ধ কালো চোখ-
যেগুলোকে আমার একবার কৃষ্ণ সাগর ভেবে ভুল হয় তো-
আরেকবার রাতের সীমাহীন আকাশ।
যতবার তোমাকে দেখি না ততবারই শতবার দেখার প্রতিজ্ঞায় ভুগি-
প্রতিজ্ঞায় ভুগি তোমার দুচোখে অনন্ত রাত বেধে দেওয়ার-
যে রাতের তারাগুনে আমার অন্থীন রাতগুলো ভোর হয়ে ভাসে,
ভোরগুলো গাঢ় হয়ে রোদ হয়ে হাসে-
রোদগুলো দল বেধে বৃষ্টি হয়ে আসে-
তখনই আমি আবার তোমাকে ভাবি-
আবার বিভ্রান্ত হয়ে পড়ি-
যেমন ঐ বিশুদ্ধ কালো চোখ-
যেগুলোকে আমার একবার কৃষ্ণ সাগর ভেবে ভুল হয় তো-
আরেকবার রাতের সীমাহীন আকাশ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,আপনার নিয়মিত উপস্থিতি প্রেরনা যোগায়

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

এনামুল রেজা বলেছেন: বাহ। উপমাগুলো ভালো লাগলো।

সুন্দর কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ রেজা ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.