নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

রোজ় ডে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

শাহেদের মন খুব খারাপ,তার সাথে অন্তির দেখা হচ্ছে না আজ ৬ দিন,কি এক ঝগড়া লেগে সব উলোট পালট হয়ে অন্তি চলে গেলো,শাহেদ প্রথম ২ দিন ঝিম মেরে বসে ছিলো,কোন ফোন দেয় নি,কিন্তু আজ আর ভালো লাগছে না,শাহেদ একটা সিগারেট ধরালো,হঠাত খেয়াল হলো আজ রোজ ডে, ফেব্রুয়ারির ৭ তারিখ,গত তিন বছরের এমন কোন রোজ ডে যায় নি যে শাহেদ অন্তিকে একটি করে গোলাপ ফুল দেয় নি,শাহেদ ঝড়ের গতিতে বের হলো।
অন্তি চুপ করে বসে আছে,ভাবছে এমন বিশ্রী ঝগড়া সে না করলেই পারতো,আর শাহেদও কেমন,ইগো ধরে বসে আছে,অন্তির গত বছরের রোজ ডের কথা খুব মনে পড়ছে,হঠাত ভোর ৬ টায় একটি গোলাপ নিয়ে শাহেদ অন্তিদের বিল্ডিংয়ের নিচে হাজির,যদিও সে রাগ দেখিয়েছিলো কিন্তু মনে মনে খুবই খুশী হয়েছিল।অন্তি ঘড়ি দেখলো রাত ১১ তা।আজো শাহেদ ফোন দিলো না,এমন কেন মানুষটা,অন্তি হঠাত খেয়াল করলো তার জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছে কিছু গ্যাস বেলুন,আরে বেলুন গুলোর নিছে অগুলো কি বাধা,জানালার কাছে যেতেই অন্তির চোখ খুশীতে ভিজে উঠলো,বোকা শাহেদ একটার পর একটা গ্যাস বেলুন উড়িয়ে দিচ্ছে,নিচে বেধে দিচ্ছে একটার পর একটা গোলাপ।আরে শাহেদের মুখে কি এক বোকা বোকা হাসি,অন্তির মনে হলো শাহেদের বোকা বোকা হাসিটাও এত সুন্দর কেনো? ভালোবাসার হাসিগুলো বুঝি বরাবরই সুন্দর হয়।

বিঃদ্রঃ আপাতত সাতদিন ভালোবাসার উপলক্ষ্য অনুসারে কিছু ছোট লেখা লেখার ইচ্ছে আছে,কেমন হয়?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

ফিল্ড মার্শাল গালিব বলেছেন: ভালো লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ গালিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.