নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

এন্ড দ্য স্যাড টেডী বিয়ার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭


১#
-এটা আমাল
-কি ওটা
-আর এটা আমি।
রাশেদ তার সাড়ে চার বছরের মেয়ে তানহার দিকে তাকিয়ে আছে।তানহা পুরোনো এলবামের ছবি দেখছে।ছবিতে তানহা বিশাল এক টেডি বিয়র জড়িয়ে রেখেছে,গত বছরের ছবি।
-আর এটা তুমি, ভূ ভূ
তানহা রাশেদকে ভাল্লুক বলতে পারে না, বলে ভূ ভূ।
-চা খাবে?
-না চল আজ বাইরে খেতে যাই,রাশেদ নবনীর হাত ধরে টানে।
গাড়ী চলছে,হু হু বাতাসে নবনীর চুল উড়ছে,তানহা জড়িয়ে রেখেছে ছোট্ট ব্রাউন কালারের একটি টেডি বিয়ার।
-ভূ ভূ
রাশেদ হেসে ফেলে,সে রাশেদ কিনা হয়ে গেলো ভূ ভূ বাবা।
-আমি যদি ভূ ভূ হয় তবে তোমার মামনী কি?
-ভি ভি,তানহা মুখ ভেংছে মাথা কাত করে বলে।
-আর আমরা তো ভাল্লুক ফ্যামিলি।নবনী তানহার মাথার চুল সরাতে সরাতে বলে।
২#
রাশেদের মাথাটা খুব ব্যাথ্যা করছে,আজ সেই দিন,সেই বিভিষীকাময় একসিডেন্টের দিন,রাশেদের ছোট্ট তানহার মৃত্যুদিন। রাশেদ মাতাল হয়ে আছে,চারপাশ নিস্তব্দ,সোফার উপরে পড়ে আছে ছোট্ট তানহার ছোট্ট টেডি বিয়ার।রাশেদে মদের গ্লাসের দিকে হামাগুড়ি দিচ্ছে,টেডি বিয়ারটি চেয়ে আছে,বাতাসে বাতাসে কে যেন বলে গেলো ভূ ভূ,দূরে চুপচাপ বসে থাকলো ব্রাউন টেডি বিয়ারটি যেন তারও কেউ রাতের নিসংগ তারাদের মাঝে হারিয়ে গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

এ. এস. এম. রাহাত খান বলেছেন: ২ য় প্যারা টা না থাকলেই হত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হা হা, ধন্যবাদ ব্রাদার

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট, কিন্তু বিষাদময়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বহুদিন পর প্রফেসর, ধন্যবাদ

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে ভাল লেগেছে ভীষণ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আপনার ভালো লাগাই অনুপ্রেরনা

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: বিষাদী অণুগল্প।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.