নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার গল্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

-কোথায় যাচ্ছো?
-বাইরে,রফিকের সোজাসাপ্টা জবাব।
-বাইরে কোথায়?
-বললাম না বাইরে,রফিক প্রায় খেকিয়ে ওঠে।
নাসিমার চোখে পানি চলে আসে,তাদের ৮ বছরের মেয়ে রুনী চুপ করে চেয়ে আছে।
রফিক বেড়িয়ে গেলে নাসিমা চোখ মুছে রান্না করতে আসে।
আজ ছিলো সেদিন যেদিন রফিক নাসিমাকে প্রোপোজ করেছিলো,সেই রফিক,কত বদলে গেলো,কত কান্ড করেই না প্রোপজ করেছিলো,নাসিমা দীর্ঘশ্বাস ফেলে।
নাসিমা চিন্তা করেছিলো রফিকের মনে নেই তো কি হয়েছে,আজ সে রফিককে নিয়ে বের হবে,মোটামুটি ভালো মানের একটা শার্ট কিনে দেবে,রফিকের মাত্র তিনটা শার্ট,শার্ট কিনে ছোট খাটো কোন দোকানে ফুচকা খেয়ে ব্যাগে লুকানো একটা গোলাপ বের করে বলবে রফিক,আমি তোমাকে ভালোবাসি।রফিকের চেহারাটা তখন কেমন হতো? নিশ্চয় বাস্তবের কঠিন কষাঘাতে ক্ষয়ে যাওয়া কঠিন চেহারাটা খুব কোমল হয়ে যেতো,অথচ কি হলো?
রফিক দুর্ব্যাবহার করে বের হয়ে গেলো।
নাসিমা রুনীকে নিয়ে বিকেলে একটু বেরুলো,দুই মা মেয়ে মিলে একপ্লেট চটপটি হাফ প্লেট ফুচকা খেয়ে বাসায় ফিরে দেখলো রফিক সামনে রুমের সোফায় বসে ভুশ ভুশ করে সিগারেট টানছে।
-তোমাকে না কতোবার বলেছি বাসায় সিগারেট খাবে না,নাসিমা চিতকার করে ওঠে।রুনী ভয়ে হাত কামড়াতে থাকে।
হঠাত রান্নাঘর থেকে বেরিয়ে আসে অবনী,সুজনা,সুবর্না,নাসের,বদরুল।
তারা হই হই করে ওঠে,
-নাসিমা রেগে গেছে,নাসিমা রেগে গেছে।
তারা কেক নিয়ে আসে,বাইরে থেকে খাবারও নিয়ে এসেছে।রফিক চুপ চাপ হাসছে।
নাসিমা কেক কাটতে গিয়ে দেখা কেকের মাঝখানে লাল ক্রিম দিয়ে আকা হার্টের মাঝে আকা-
রফিক+নাসিমা।
নাসিমার চোখে পানি এসে পড়ে।
-এটা কে করেছে?নাসিমা জিজ্ঞাস করে।
-কে আর,আমি বদরুল আছি না।বদরুল হাসতে হাসতে বলে।
-তুই আর মানুষ হলি না।
বদরুল বাদরের মত মুখ ভেংচে জানালো সে মানুষ হয়নি।
এর পর খাওয়া দাওয়া,নাসের গিটার নিয়ে এসেছিলো,কিছুক্ষন ভে ভে করে গাইলো।
এর পর রাত গভীর হয়।
রফিক চুপ করে শুয়ে আছে,তাদের মাঝে রুনী ঘুমাচ্ছে।
-এই তোমার ছেলেমানুষী আর বুঝি গেলো না।নাসিমা আস্তে করে জিজ্ঞাস করে।
-হু
-ঘুমিয়ে পড়েছো?নাসিমা আবার জিজ্ঞাস করে।
-হু
নাসিমা আস্তে করে বলে,আমি তোমাকে ভালোবাসি।
রফিক হাত বাড়িয়ে নাসিমা রুনী দুজনকে জড়িয়ে আস্তে করে বললো আমি তোমাদের ভালোবাসি।
মাসিক ৮ হাজার টাকার রুমের অন্ধকার বুঝলো না পুরো রুম জুড়ে বয়ে গেলো গাঢ় ভালোবাসার প্রচন্ড সুবাস।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: সুন্দর :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: সুখপাঠ্য

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.