নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

রোদ ড্রয়ারের গল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

জাহিদ অফিস থেকে বাসায় ঢোকা মাত্র অন্তি বললো,মশারী এনেছো?
জাহিদ চুপচাপ জুতা খুলতে লাগলো।
-মশারী এনেছো?
-জাহিদ জুতার ফিতে মনোযোগের সাথে দেখছে,যেন পৃথিবীর অদ্ভুদ কোন রহস্য জুতার ফিতাটায়।
-আমি তোমাকে জিজ্ঞেস করছি,মশারী এনেছো?
জাহিদ অন্তির দিকে তাকিয়ে শান্ত ভাবে বললো,অন্তি,আমি মশারী আনবো,আজ আনি নাই কাল আনবো।
-কালও তুমি এ কথাই বলেছিলে।
-তো?
-তো মানে,আমার আজই মশারী লাগবে।
জাহিদ বিছনা থেকে উঠে আলমারী খুললো,জাহিদের দামী শার্ট দুটো,একটা সাদা স্ট্যাইপের আরাকটা ব্লু, জাহিদ ব্লু শার্ট টা নিয়ে কয়েল জ্বালালো।
অন্তি কাদছে,জাহিদ অন্তির সামনে বসে শার্টের কাপড়ে কয়েল ঢোকাচ্ছে,পুরোটা শেষ হওয়ার পর শার্টটা অন্তির দিকে ছুড়ে দিয়ে শান্ত ভাবে বললো,এই নাও তোমার মশারী,এবার শান্তি হও,মশারী মশারী করে লাইফটা কয়লা বানিয়ে ফেললো,বাল।
অন্তি কাদছে,জাহিদ শুয়ে আছে,ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না,অন্তি চিন্তা করছে,বাসায় ঢোকা মাত্র মশারী মশারী না করলেও হতো।সেও আরেক,মানুষটা সারাদিন কাজ করে ফিরেছে,আর সে শুরু করলো মশারী মশারী।
রাত একটু গভীর হলে অন্তি উঠে পড়লো,অন্তি আর জাহিদের একটা ড্রয়ার আছে,নাম কাঠ গোলাপ,তাদের কেউ যখন রাগ করে আরাকজন ড্রয়ারটাতে কিছু একটা রাখে যাতে রাগ ভাঙ্গে।
অন্তি টেবিল ল্যাম্প জ্বালিয়ে চিঠি লিখছে,
এই যে বাবু,মশার এত রাগ করতে হয়? নাহয় মশারীই চেয়েছিলাম,তাই বলে শার্ট ফুটো করতে হবে?আমাদের কি এত টাকা আছে যে দামী শার্ট আরাকটা ধুম করে কিনে ফেলবো? হুহ? তাও ভালো যে স্টাইপটা জ্বালাও নি,ওটা আমি তোমার জন্মদিনে দিয়ছিলাম,ওটা জ্বালালে আমি তোমাকেই ফুটো করে দিতাম,আর তুমি তো চাও তোমার বঊটাকে মশা কামড়াক,ওকে কামড়াক,আর কিছু বলবো না।
করবে না করবে না ভেবেও,চিঠির উপর ঠোট বসিয়ে লিপষ্টিক লাগিয়ে দিলো।অন্তি নিজের কাজ দেখে নিজেই হেসে ফেললো।
জাহিদ ঘুমায় নি,দেখছে,অন্তি কি যেন লিখছে,সমস্যা নেই,জাহিদ জানে অন্তি চিঠি লিখছে,সকালে পড়া যাবে,তার কাছে আর অন্তির কাছে দুটো আলাদা চাবি আছে,জাহিদ চিন্তা করতে লাগলো,আসলেই মশারী আনাটা জরুরী,আসলে মনে থাকে না।জাহিদ ঘুমিয়ে পড়লো।
জাহিদের যখন ঘুম ভাংলো,দেখলো,অন্তি তার হাতের উপর এসে শুয়ে পড়েছে,জানালা থেকে আবছা ভোরের সকাল সকাল রোদ আসছে,কি অদ্ভুদ সুন্দর,কান্না করায় অন্তির চোখে কাজল লেপ্টে গেছে,জাহিদ হাত লম্বা করে দিলো,অন্তি মাথা ঘষে আরো কাছে চলে এলো,জাহিদ আস্তে করে অন্তির মাথাটা সরিয়ে ড্রয়ার খুলে চিঠিটা পড়লো,লিপষ্টীকের চুমু দেখে হাসলো,তারপর লিখতে বসলো,
প্রিয় মশারী উম্যান,আমি খুবই সরি,আজ মশারী আনা হবেই,তুমি যদি ঘুম থেকে উঠে এক কাপ চা বানিয়ে আমাকে ডাকো আমি খুবই খুশী হবো,আর তোমার জন্য কাল রাতে সিল্ক চকলেট এনেছিলাম,দেওয়া হয়নি,এখন রাখলাম,ভালোবাসি
,ভালবাসি,ভালোবাসি।
জাহিদ ঘুমের ভান করে পড়ে আছে,চোখ ফাটা ফাটা করে দেখছে,অন্তি ঘুম থেকে উঠলো,জাহিদের চুল সরিয়ে ড্রয়ারটা খুললো,আচ্ছা ড্রয়ারটার নাম অন্তি কেন কাঠগোলাপ রেখেছিলো অন্তিকে কখনো জিজ্ঞাস করা হয়নি,আজ জিজ্ঞাস করতে হবে,জাহিদ দেখছে,অন্তি সিল্ক চকলেটটা একটু খুলে পিচ্চি মেয়েদের মতন খাচ্ছে,আর জাহিদের চিঠিটা পড়ছে,অন্তির মুখটা হাসি হাসি হয়ে উঠছে, তারপর বাসি মুখেই রান্না ঘরে চলে গেল,জাহিদ ভাবতে থাকলো,মেয়েরা বড় অদ্ভুদ,ছোট একটা ভালবাসি শব্দতেই কত খুশী,এত অদ্ভুদ কেন এরা,যখন মন থেকে খুশী হয়,পুরো পিচ্চি বাচ্চা। জাহিদ চা বসানোর ঘ্রান পেলো,জানালা দিয়ে শীতের সকালের গাঢ় কুসুম কুসুম রোদ ঢুকছে,রান্না ঘর থেকে ভেসে আসছে চামচ নাড়ানোর টুং টাং টুং টাং,আধো আবছা রোদ রোদ ভালোবাসার সকাল জুড়ে জাহিদ শুনছে,অন্তি ভাঙ্গা ভাঙ্গা গলার গুন গুন একই লাইন বার বার, বার বার,
তুমি রবে নিরবে,হৃদয়ে মম............
তুমি রবে নিরবে,হৃদয়ে মম............
তুমি রবে নিরবে,হৃদয়ে মম........

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কি মিষ্টি গল্প!

অনেক ভালো লাগল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা ভাই

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো। +++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: আবার আসবেন

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

বিপরীত বাক বলেছেন: আহ সংসার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর মিষ্টি গল্প ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: Feel good story.

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: রাগ ভাঙানোর পদ্ধতিটা তো চমৎকার! বাস্তবে প্রয়োগ ঘটালেও বেশ ভালো হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বিয়ের পর করে দেখব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.