নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

D@bbe-Cin Carpmasi (2013) মুভি রিভিউ

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫


D@bbe 4 মুভিটি দেখা শুরু করুন ঠিক রাত ১ টায়, বাতি নিভিয়ে দিন, কানে হেডফোন গুজে দেখা শুরু করুন,মুভিটি শুরু হয়েছে ফারুক হোজার জ্বীন তাড়ানোর একটি ঘটনা এবং এব্রু নামক এক তরুনী ডাক্তারের সেই জ্বীণ তাড়ানোর দৃশ্য ক্যামেরায় ধারন করার মাধ্যমে,ফারুক হোজা মূলত একজন ওঝা যে কিনা জ্বীণ তাড়ানোতে সিদ্ধহস্ত,এব্রু ঠিক এসব ব্যাপার বিশ্বাস করে না,সে ফারুক হোজাকে নিয়ে যায় তার গ্রামের বাড়ীতে,যেখানে তার কাজিন কুবরা জ্বীনের আসরগ্রস্ত,ফারুক হোজা কুবরাকে সুস্থ করার দায়িত্ব নিয়ে কাজ শুরু করে,কিন্তু ঘটনা এতটা সরল নয়,ফারুক হোজা এবং এবরু জড়িয়ে পড়ে মানুষের লোভ,জ্বীণ,ব্ল্যাক ম্যাজিকের অশুভ চক্রে, রিভিউ এতটুকুই, এবার আমার অনূভূতি জানাই,
আমি হরর মুভি দেখি না, বোগাস লাগে, তবু মাঝে মাঝে কিছু দেখি,D@bbe 4 দেখতে বসি রাত তিনটায়,এর আগে ডাব্বে ৩ দেখি, মুভিটি দেখার সময় ভয় টয় লাগেনি,ভয় পেয়েছি ঘুমের মাঝে,কেমন যেন অস্বস্তি বোধ করেছি,মনে হচ্ছিলো পাশের রুমে যে সাউন্ডটা হলো সেটা কেন হলো,তবে কি জ্বীনেরা ঠিক আমার পাশেই আছে? আমাকে দেখছে? ডাব্বে মুভিগুলো আমরা সাধারনত যে সব হরর মুভি দেখি তেমন না, মুভিগুলোকে পুরোপুরি রিয়েলিটির কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে,পরিচালক কোন সুশীলতা দেখাননি,পুরো রাফ টাফ জ্বীনের আছরের কাহিনী দেখিয়েছেন,আর দেখিয়েছেন এমন ভাবে আপনার মনে হবে আপনি সেখানেই আছেন,এ মুভিগুলো দুর্বল হার্টের কারো দেখা মোটেই উচিত হবে না,রিপিট দেখা যাবে না,আর যারা কিছুটা ভিতু তাদের রাতেও দেখা উচিত হবে না, কারন দেখার পর যে মেন্টাল প্রেসারটা পড়বে তা আপনার স্বাভাবিক রাতটাকেও অস্বাভাবিক করে তুলবে,
মুভিগুলোতে ক্যামেরার অস্বাভাবিক কাপা কাপা ব্যাবহার, ব্ল্যাক ম্যাজিক,বান টোনা,খারাপ জ্বীনের নির্মমতার চূড়ান্তরূপ খুব রাফ ভাবে দেখানো হয়েছে,যদি মোটামুটি ভিতু হন তবে না দেখাই ভালো।

Directed by-Hasan Karacadağ
Country -Turkey
Language-Turkish

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:৪২

মোঃ তালেব বলেছেন: download link ???????

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাইয়া আমার কাছে ডাউনলোড লিংক নাই, চট্টগ্রামে থাকলে আমার থেকে নিতে পারেন , আমার কাছে ডাব্বে ২,৩,৪,৫, আছে

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

বিজন রয় বলেছেন: ভূতের ছবি??

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হুম, তুর্কিশ

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৬

অনিসাদ রাজেদ বলেছেন: ডাউনলোড লিংক?? :-P টরেন্ট এ নাইকা X(

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাইয়া আমার কাছে ডাউনলোড লিংক নাই, চট্টগ্রামে থাকলে আমার থেকে নিতে পারেন , আমার কাছে ডাব্বে ২,৩,৪,৫, আছে

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

মাঘের নীল আকাশ বলেছেন: সবগুলাই দেখছি...পুরা মাথানষ্ট মুভি...রাইতের কালে দেখন নিষেধ!

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ঠিক, রাইতে দেখা নিষেধ

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: দেকচি। ভালোই লাগচিলো।

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হ হরর হিসেবে জোস

৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

তিথীডোর বলেছেন: অনেক দিন ঘুমাতে অসুবিধা হতো এই মুভিটী দেখার পর- -আমি এমনিতেই খুবি ভীতু, দেখার পরে মানসিকভাবে কিছুদিন ইমব্যালান্সড্‌ ছিলাম, স্বাভাবিক ঘরের কাজ গুলো করতেও গা কাঁপত!---এতো গ্রাফিক ডিটেইল! আমার মত সফ্‌ট মাইনডেড কাউকে দেখতে স্ট্রংলী মানা করছি!

১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ঐ রাতে টানা দুইটা দেখার পর আমারও একটু প্রবলেম হইসিলো, বাট এর পরও রাতে আর দেখবোনা ভেবেও আরেক রাতে ৫ দেখে ফেলসি, নেশা আছে :v

৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

জুবায়ের ২০১৬ বলেছেন: আমি রাত ১ টায় দেখা শুরু করেছিলাম। সবচেয়ে বেশি ভয় পাইসি টয়লেট স্পেল দেখে। পরে টয়লেটে যেতে একটু ভয় করত।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

অনুজ্জ্বল বহ্নিশিখা বলেছেন: আমার রিভিউ পড়েই ভয় করতেছে :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.