নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/reyad.parvez.3

ভাঙ্গা কলমের আঁচড়

ভাঙ্গা কলমের আঁচড় › বিস্তারিত পোস্টঃ

রোদফুলের গল্প

১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

-বলুনতো,এটা কি?
-স্যার সুপার গ্লু (এটা তোর মাথা,মনে মনে,দেখতোসোস না এটা কি?) শাহেদ শান্তভাবে বললো।
-তাহলে বলুন,সুপারগ্লু তো সব আটকায়,তাহলে বোতলের ভিতরের গায়ে আটকে থাকে না কেন? প্রশ্নকর্তা মিটিমিটি হাসছেন।
শাহেদ বসে আছে ক্রিষ্টাল রিয়েল এস্টেট লিমিটেডের ইন্টারভিউ বোর্ডের সামনে,তার খুব বিরিক্ত লাগছে,কি সব আউল ফাউল প্রশ্ন।
-কি পারবেন না? এবার বাম পাশের টাই আলা জিজ্ঞাস করলো।
-স্যার, সুপার গ্লু আটকানোর জন্য বাতাসের উপস্থিতি অপরিহার্য। কিন্তু টিউবের ভেতর বাতাস থাকে না তাই সুপার গ্লু না খোলা অবস্থায় টিউবে আটকায় না।
শাহেদ ইন্টারভিউ বোর্ডের তিনজনের নাম দিয়েছে, বাম পাশের জন টাকলা মহাজ্ঞানী, টাকলা মহাজ্ঞানী তখন থেকে টাকে হাত বুলাচ্ছেন,মাঝের জনই প্রশ্ন করছেন, আর ডানপাশের জন ক্লান্ত ভাবে তাকিয়ে আছেন।
-এবার বলুন তো,আপনি চাকরী করতে আমাদের কাছে এসেছেন কেন?
-(ম্রা খাওয়ার জন্য মনে মনে) স্যার, জীবন ধারনের জন্য কিছু তো করা উচিত,তাই, আর বাসা বাড়ী আমার ভালো লাগে, সুন্দর বিল্ডিং সুন্দর আর্কিটেকচার ভালো লাগে তাই আমি আপনাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছি।
-শাহেদ মনে মনে হাসলো, মোক্ষম জবাব দেওয়া গেছে।
-বলুনতো গোমতী নদীর উতস কোথায়? বামপাশের টাকলা হাই তুলতে তুলতে বললেন।
-(তোর টাক মাথায় না এটা শিউর) স্যার সরি।
-আজকালকার ছেলেরা কিছু জানে না। আপনি যান, আপনার সাথে পরে কন্ট্রাক করা হবে।ডানপাশের ক্লান্ত ইন্টেলেকচুয়াল বললেন।
-শাহেদ বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালো, শালারা মাথাটা ধরিয়ে দিয়েছে, বসিয়ে রেখেছে ৩ ঘন্টা, তারপর কি সব প্রশ্ন।এ সময় টং দোকানের ছাদের পানি পড়ে সিগারেট ভিজে গেলো।
-ধুর বাল।শাহেদের মেজাজটাই খারাপ হয়ে গেলো।পকেটে কি যান কাপছে।অন্তির ফোন।
-শাহেদ তুমি কোথায়।
-আমি জিইসি, ইন্টারভিউ দিতে আসছিলাম
-আমার মেহেদী কিনসো?
-না
-না কেন?তোমাকে বললাম আমি দুপুরে বিয়েতে যাবো,তুমি সকালে কিনে দিলে আমি দিতে পারতাম, এখন ক্যামনে দিবো? দিলে বিয়েতে যাবো কখন তুমি সব সময় +$#$#%##$$%#%%#
-একদিন মেহেদী ছাড়া গেলে কিছু হয় না, শাহেদ শান্ত ভাবে বললো।
-তুমি বেশী জানো? পারো তো খালি ঘোড়ার ডিমের ইন্টারভিউ দিতে,আর %$$%##
অন্তি ফোন কেটে দিলো।
শাহেদ হাটছে, হাটতে হাটতে দেখা হলো আজিজের সাথে,প্রায় ১ বছর পর,আজিজ রাস্তার আইল্যান্ডে বসে কষে সিগারেট টানছে।
-কিরে শাহেদ কি খবর?
-ভালো, কি করছিস?
-আন্ধা নাকি, দেখছিস না বিড়ি ফুকছি।
-আন্টি কেমন আছে?
-আম্মা তো মারা গেছে গত বছর, আজিজ হঠাত শান্ত হয়ে গেলো।
-ওহ, শাহেদ কি বলবে খুজে পাচ্ছে না।
-তো কি করছিস এখন? অন্তি কেমন আছে?
-ভালো।আপাতত বেকার।
-শিউলি?
-বিয়ে হয়ে গেছে। আজিজ পকেট হাতড়াতে হাতড়াতে বললো।
-শাহেদ আবার চুপ হয়ে গেলো।এখন কি করছিস?
গোল্ডলিফের মার্কেটিং এ কাজ করি, নে একটা লাইটার রাখ। যাইরে আরো কাজ করতে হবে।
শাহেদ তাকিয়ে আছে, আজিজ ক্লান্ত ভাবে হাটছে,একেকটা পা বাড়াচ্ছে আর যেন সব পেছনে ফেলে রেখে যাচ্ছে, হাটতে হাটতে সেন্ট্রালের সামনে থেকে বায়ে মোড় নিয়ে এক ঝাক মানুষের মাঝে হারিয়ে গেলো।
-শাহেদ আজিজের দেওয়া লাইটার দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করলো, গ্যাস নেই, শালার অভাগা।
শাহেদ হাটতে শুরু করলো,মাঝে মাঝে এরকম হাটতে খারাপ লাগে না, হাটতে হাটতে দেওয়ানহাট ব্রিজে এসে দেখলো গনগনে রোদের মাঝে একঝাক নীল আকাশ,মাঝে মাঝে সাদা সাদা মেঘ মেঘ ফুল, শাহেদের মন ভালো হয়ে গেলো,যদিও বেকারদের আকাশে কোন রোদফুল ফোটে না।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

আকদেনিজ বলেছেন: ভালৈ লাগিল।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: অনেকদিন পর আপনার লেখা গল্প।
ভাল লিখেছেন। প্রথম প্লাস।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা, ভালো থাকবেন

৩| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৭

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
ব্যপক বিনোদন।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হে হে

৪| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

রাজু বলেছেন: নাইচ

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :)

৫| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

পুলহ বলেছেন: আপনার লেখার স্টাইল হুমায়ূন স্যারের মত :)
শুভকামনা !

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: :)

৬| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পুলহের সাথে একমত।
খুব কাছ থেকে দেখা গল্প।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো থাকবেন

৭| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ভালো।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: পাঠে কৃতজ্ঞতা,ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.