নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এত জেনে কি হবে!

বিক্রমাদিত্য মুশফিক

আমার ফেসবুক প্রোফাইল- https://www.facebook.com/musfiq.rahman1

বিক্রমাদিত্য মুশফিক › বিস্তারিত পোস্টঃ

সুশান্ত.. হতে না পারা এক রাজপুত্র!

১৬ ই জুন, ২০২০ রাত ২:০৬



২০১৩ তে 'Kai Po Che' দেখার পর একটা রিভিউতে বলেছিলাম, এই ভদ্রলোক বহুদুর যাবে । ওই ফিল্মের ইশান ভাট থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনী, ব্যোমকেশ বক্সী, Sonchiriya'র লক্ষ্ণৌ, Chhichhore'র অনিরুদ্ধ পাঠক... শুধু এই কয়েকটা ক্যারেক্টারই তাকে দ্যা কুলেষ্ট ভার্সেটাইল নিউকামার হিসেবে প্রমান করার জন্য যথেষ্ট ।

ডিপ্রেশন ব্যাপারটা খুব অদ্ভুত । টানা ৮ টা ফিল্ম ফ্লপ দেবার পরেও অনেকে ডিপ্রেশনে ভোগে না, আবার গতবছর Chhichhore'র মত ফিল্মের লিডে কাজ করার পরেও সে নাকি ইদানিং ডিপ্রেশনে ভুগতো । আজব!

ইন্ডাস্ট্রিতে খুব বেশী কাজ না পাওয়া এই ছেলের খুব বড় ফ্যান না হয়েও বেশ টান অনুভব করতাম তার জন্য । সুন্দর হাসি, অ্যাটিচিউড-বিহ্যাভিয়ের, তার সবকিছুই বলিউডের সো কল্ড সেলিব্রিটি কিডদের থেকে হাজার গুন বেটার ছিলো ।

৩৪ বছর বয়সে অনেকে ক্যারিয়ার শুরু করে, আর সে এই বয়সে সুপারস্টার না হয়েও সবার ভুড়ি ভুড়ি ভালোবাসা নিয়ে ভীড়ের মাঝে হারায় গেলো । আবার শুনলাম, তার লাস্ট ফিল্ম Dil Bechara (The Fault in Our Stars এর হিন্দী রিমেক) তে ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে শেষে নাকি মরেও যাবে । এটা কি সহ্য করা যাবে?

ভালো থাকুক ছেলেটা, যেখানেই থাকুক । নেপোকিডদের ভীড়ে আন্ডাররেটেড হয়েই বেঁচে থাকুক, আজীবন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ রাত ২:১২

অনল চৌধুরী বলেছেন: অমিতাভের মতো আর কারো ছবি এতো ব্যার্থ হয়নি।
কিন্ত তার সমসাময়িক কেউ বৃদ্ধ বয়সেও এতো সাফল্য পায়নি।
যেই মুহুর্তে মানুষ নিজেকে ব্যার্থ ভাববে,তার ধ্বংস হবে।

২| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৩| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৬

বিজন রয় বলেছেন: মর্মান্তিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.