নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুপালী সিংহ

রুপালী সিংহ › বিস্তারিত পোস্টঃ

ডোরেমন নিষিদ্ধকরণ : একটি অসাধারণ কিন্তু অর্থহীন সিদ্ধান্ত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

প্রথমেই ডোরেমন কার্টুন বন্ধ

করার জন্য তথ্য মন্ত্রী কে ধন্যবাদ । আজ

হিন্দি কার্টুন, সিরিয়াল নিয়ে কিছু

কথা লিখি। হঠাৎ এই বিষয়ে লেখার

কারণ, আমার ছোট মামাতো ভাইয়ের

বিরুদ্ধে তার প্রাইভেট টিচার

কম্পলেইন করেছেন, আমার ভাই কে কোন

প্রশ্ন জিজ্ঞেস করলে সে নাকি তার

উত্তর অধিকাংশ সময় হিন্দি তে দেয়।

সে এই অভিযোগ স্বীকার করেছে। কারণ

হিসেবে বলেছে, কথা বলার

সময়ে কোনটা হিন্দি কোনটা বাংলা তা তার

মনে থাকে না। আমি অবাক হইনি,

আমরা যারা প্রাপ্ত বয়স্ক তারাই

কথা বলার

সময়ে বাংলা ইংরেজি মিশাই আর

সে তো অবুঝ শিশু। তবে আমি ভয় পেয়েছি,

অত্যন্ত মারাত্মক ভয়।

আমরা বাঙ্গালী জাতি, সমগ্র দুনিয়ায়

আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য

প্রাণ দিয়েছি। আর আজ আমাদের আসন্ন

প্রজন্ম বাংলা - হিন্দি পার্থক্য

ধরতে পারেনা। বাংলার

পাশাপাশি কচি বয়সে তারা একই

সময়ে হিন্দি শিখছে, হয়তো এমন দিন

আসবে যখন

তারা মাতৃভাষা বাংলা না হিন্দি তা ধরতে পারবে না।

আজ সাত জন বীরশ্রেষ্ঠ এর নাম

না জানা টাকে আর অপরাধ

হিসেবে ধরা হয় না, হয়তো তখন

কোনটা মাতৃভাষা তা না জানাটাকেও

অপরাধ হিসেবে ধরা হবে না। কিন্তু এর

প্রভাব টা কি হবে তা কি কেউ

ভেবে দেখেছেন? ডোরেমন কার্টুন

নিষিদ্ধ হউয়ায় কি সত্যিই কোন লাভ

হয়েছে? এই শিশু গুলো তাদের

মা চাচী বোন(কিছু বিরল

ক্ষেত্রে বাবা কাকা ভাই) এর

সাথে বসে হিন্দি সিরিয়াল দেখছে।

এখন তারা এখন হিন্দি সিরিয়াল এর

নায়ক নায়িকার মত আচরণ করে,

হিন্দি তে কথা বলে। আমাদের

নারী সমাজ আজ টাংগাইল শাড়ি আর

ঢাকাই জামদানি ছেড়ে ঝিলিক, খুশি,

গোপি, প্রভা কাপড় খোঁজে। বড় আফসোস

হয় তাই। বহুদিন আগে এক ব্লগার ভাই

হিন্দি ভাষা আর কালচারের প্রতি তার

ছোট বোনের

আসক্তি দেখে একটা উক্তি করেছিলেন,

তা দিয়েই শেষ করছি,

"পাকিস্তানি রা অস্ত্র

দিয়ে যা করতে পারেনি তা ভারতীয়

রা তা বুদ্ধি দিয়ে করে ফেলেছে "। আর

সবার প্রতি এক কাতর অনুরোধ, আপনার

জাতীয়তা বোধের দোহাই, দয়া করে সকল

ইন্ডিয়ান চ্যানেল বর্জন করুন।

কাজটা মোটেও কঠিন কিছু না, কষ্ট

করে এক সপ্তাহ বন্ধ রাখুন, দেখবেন

এগুলোর কথা আর মনেও আসবে না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

পাইলট ভয়েচ বলেছেন: ভাই বড়দের সাথে না পেরে বাচ্চাদের উপর দিয়ে দিছে!! বাচ্চারা তো আর আন্দোলন করতে পারবে না!!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: ডোরেমন বন্ধ করায় আসল লাভটা হয়েছে বাচ্চার মায়েদের। এখন হিন্দি সিরিয়াল দেখার সময় বাচ্চারা ডোরেমন দেখতে চেয়ে যন্ত্রণা করবেনা। আর বাচ্চারা এতদিন হিন্দি শিখত ডোরেমন দেখে আর এখন শিখবে হিন্দি সিরিয়াল দেখে!

বাচ্চাদের জন্য ডোরেমনের একটা ভালো বিকল্প তৈরী না করে হঠাৎ করে ডোরেমন বন্ধ করে দেয়াটা মনেহয় অতটা প্রশংসনীয় উদ্যেগ না।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

পাইলট ভয়েচ বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: ডোরেমন বন্ধ করায় আসল লাভটা হয়েছে বাচ্চার মায়েদের। এখন হিন্দি সিরিয়াল দেখার সময় বাচ্চারা ডোরেমন দেখতে চেয়ে যন্ত্রণা করবেনা

১০০% সহমত

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বোকা_ছেলে বলেছেন: ekhn abar vasar jonno rokto dite hobe mone hoy.......

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

দুরন্ত-পথিক বলেছেন: @কুনোব্যাং এর সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.