নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন আইনের ছাত্র।

ওয়াজি২০১৫

মাহামুদ ওয়াজেদ, এল এল বি, (অনার্স) এল, এল, এম (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ) অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা,হেড অব এমিকাস ল চেম্বার। লেখক-আইনের সহজ পাঠ(জুডিসিয়াল এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য), হ্যান্ড বুক অব কোড অব সিভিল প্রসিডিওর এবং পেনাল কোড, সাবেক সাধারন সম্পাদক, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এবং বিডি ইয়ুথ ইন অ্যাকশন। ভোলেনটিয়ার কো-ওরডিনেটরঃ হিউম্যান কনসান ইন্টারন্যাশনাল , কানাডা, এবং নিউ লাইফ স্কুল ফর স্ট্রীট চিলড্রেন।

ওয়াজি২০১৫ › বিস্তারিত পোস্টঃ

দেশমাতা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬


আমার দেশ তুমি, তুমিই সান্ত্বনা।
তুমি আমার শীতল পরশের ছোঁয়া।
তুমি আমার মা, তুমি আমার দেশমাতা।
তাহলে আমি কি দাবি করতে পারিনা,
মাতার কাছে আমার জীবনের নিরাপত্তা!
দেশমাতা, আমি আগুনে দগ্ধ হয়ে
এ পৃথিবী থেকে বিদায় নিতে চাই না।
দেশমাতা, তুমি তো মা,
তুমিই সবচেয়ে ভালো জানো সন্তানের দগ্ধ দেহ
তোমার কাছে কতোটা মর্মান্তিক!!
তুমি এ যন্ত্রণা সইবে কেমনে?
দেশমাতা, আমার মিনতি তুমি রেখো।।
দেশমাতা, তুমি যদি সন্তানের নিরাপদ আশ্রয়
না দাও- তাহলে কে দিবে আমায়?
দেশমাতা; আমার মিনতি; সব বিদ্বেষের উর্দ্ধে থেকে
দেশকে এগিয়ে নিয়ে যাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.