নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

সে তো আমি। (কবিতা)

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪০



আজ রাতের কিছু অধ্যায় লিখেছি, হয়তো প্রতি রাতের
তোমায় নিয়ে বিকেলের নিশুতি সূর্য
হাতে হাত, হেঁটে হেঁটে রাজপথ ধরে ফিরবো ঘরে
সেকেলেরা বলবে, সমাজ পচে গেল, ছিঃ !

সন্ধ্যার সোনালী আকাশে পাখিরা তখনো ফিরে বাড়ি
দু'কাপ চায়ের কড়া লিকারে আমাদের ভালোবাসা
প্রহরের নীরবতা, আরো একটু কাছে আসা
এরপর টিভির রিমোটে ভালোবাসার দলীয়করণ
কিছুটা অভিমান, খুনসুটি, এই ঘরে, শহরের আঁড়ালে !

কোমল হাতে মাথা বুলিয়ে বলবে যখন
এই উঠো, রাতে খাবে ।
আমি তন্দ্রায় তাকিয়ে দেখবো, চোখ জুড়ে এক পরী
ডাগর চোখে তাকিয়ে আছে আমার দিকে !
মনে হবে যেন অনেকদিন তোমার সাথে খাই না
পেট পুরে খেয়ে বলবো, পরীরাও দেখি ভালো রাঁধে
তোমার আধেক ঠোটের প্রসারণ হৃদয়ে ঝড় তুলবে !

তোমার মাথা বুকে ধরে ঘুমাবো আমি
আমার হৃদপিণ্ডের আওয়াজে হয়তো তুমি পারবে না ঘুমোতে
হয়তো তুমি দূরে সরে যাবে, হৃদপিণ্ডের আওয়াজও তখন বন্ধ হয়ে যাবে...

তুমি হয়তো ভাবছো, আমি তো দূর থেকেও দূরে চলে গেছি সেই কবে !
'তুমি এতো কাছে রাখো আমায় কীভাবে !'
তুমি তো দূরে গেছো এই পৃথিবী থেকে, আমার কাছ থেকে তো নয় !
এই হৃদয়ে তোমায় নিয়ে এখনো হয় আগের মতই উত্তাল সংঘর্ষ
আমাদের ভালোবাসার সিলেবাস তো এমনই হওয়ার কথা ছিলো
যে সিলেবাস কাভার করবে পুরো তুমি, আমিকে ।
আমার সাথে অধ্যায়গুলো শেষ না করে তো তুমি যেতে পারো না
যে অধ্যায়গুলো হয় নি শেষ তা লিখে চলেছি এখনো
এ আমার একক পথের পরীক্ষা তোমায় নিয়ে, তোমার আমার ইচ্ছেগুলোকে নিয়ে...



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ আরণ্যক ভাই ।

ভালো থাকবেন । :)

২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

আহমেদ জী এস বলেছেন: কলমের কালি শেষ ।




হয়তো লেখক হতে চাননি হৃদয়ে তবুও প্রেমের আস্ত একখানা জবরদস্ত কবিতা লিখে ফেললেন । পুরো সিলেবাস কাভার করে দিলেন ।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২২

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । আপনার মন্তব্যেই যেন পুরো সিলেবাস কাভার হয়েছে জী এস ভাই

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।

শুভ কামনা সবসময় । :)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা। চমৎকার শব্দ প্রবাহ, গভীর আবেগ আর প্রেমময় দ্যোতনা সমৃদ্ধ।
এই হৃদয়ে তোমায় নিয়ে এখনো হয় আগের মতই উত্তাল সংঘর্ষ
আমাদের ভালোবাসার সিলেবাস তো এমনই হওয়ার কথা ছিলো
যে সিলেবাস কাভার করবে পুরো তুমি, আমিকে
-- খুব ভাল লিখেছেন।
কবিতায় ভাল লাগা--- + +

০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা খায়রুল আহসান ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: আমার কাছে মোটামুটি লাগল। ;)

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । অকে আমি বুঝে নিয়েছি ;)

পাঠে এবং সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক সুমন ভাই ।

ভালো থাকুন সবসময় । :)

৫| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

সাব্বির নুসরাত খান বলেছেন: ভালো লাগা। আমি একজন নতুন ব্লগার আমার ব্লগে আপনাদের কে স্বাগতম :)

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

কলমের কালি শেষ বলেছেন: আপনার দাওয়াত গ্রহণ করলাম। এক সময় যাব ।

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ সাব্বির নুসরাত খান ।

ভাল থাকুন সবসময় । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.