নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের মাঝে একটু আলো.. আলোর অনুসরণ ।\n\nhttps://www.facebook.com/profile.php?id=100004783727702 ।

তর্কে জড়াতে পারবোনা, জ্ঞান সীমিত ।

কলমের কালি শেষ

লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...

কলমের কালি শেষ › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট আলোগুলো । (গল্প)

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৩



সবাই আলোর জন্য অপেক্ষা করছে । অন্ধকারে বসে তারা খবর পেয়েছে ওপাশে আলো আছে । তারা তাদের মতই এমন অনেকের সাথে যুদ্ধ করে এই অন্ধকার ঘর দখল করেছে। এই ঘর তাদেরকে সবকিছুই দেয় শুধু আলো দেয় না । তবে তাদের মধ্যে গল্প প্রচলিত আছে, শুধুমাত্র এই অন্ধকার ঘর দখল করলেই আলোর দেশে যাওয়া যায় । তারা এই অন্ধকার ঘর থেকেও এমন আশ্বাস পেয়েছে, একদিন আলো আসবে আমার এই দরজায়, আমি হবো ধ্বংস, সেদিন আমাকে ছেড়ে চলে যেতে হবে তোমাদের। এরা একেকজন একেক জায়গায় বসবাস করে, তাদের মধ্যে দূরত্ব আছে বেশ । কিন্তু তাদের সবার স্বপ্ন এক, তারা আলো দেখতে আলোর দেশে যাবে । তারা তাদের সবকিছু নিয়েই খুব যত্নশীল- নিয়ম করে খায়, ঘুমায়, নিজেকে তৈরী করে চলে । তাদেরকে আলোর সাথে মোকাবেলা করতে হবে । কারণ ওরা আলোকে নিয়ে যতটা উচ্ছ্বসিত ঠিক ততটুকুই আলোয় বসবাসকারীদের নিয়ে কৌতুহলী । তারা কেমন হবে ! তাদের সাথে দেখা হলে তা কী বলবে ! তাদেরকে আমরা কী বললো ! এই প্রশ্নগুলো তাদের মনে ঘুরপাক খায় সারাক্ষণ । তারা মনে মনে প্রস্তুতি নেয় ওদের সন্মুখীন হওয়ার জন্য ।

তাদের মধ্যে বেশ দূরত্ব থাকলেও তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, মনের কথা প্রকাশ করতে পারে । তাদের সবার মনের কথা একটাই । সবাই শুধু আলোর দেশ সম্পর্কেই আলাপ আলোচনায় মগ্ন থাকে । তাদের মধ্যে বয়সে বড় যারা তারা একটু বেশি জানে, তারা তাদের ঝুলি থেকে বিবিধ পরামর্শ দেয় কনিষ্ঠদের । কিন্তু তারাও তো আলো দেখেনি, তবে তারা আলোর বেশ সন্নিকটে থাকে বলে আরো বেশি কিছু অনুভব করতে পারে আলোর দেশ সম্পর্কে। এভাবে একসময় জ্যৈষ্ঠরা একে একে উধাও হয়ে যায় অন্ধকার ঘর থেকে, অন্য সবাই দেখে অন্ধকার ঘরটির ধ্বংস। তখন ওরা সবাই আনন্দে চিৎকার করে, স্লোগান দেয়, শীষ দেয়, ওদের একজন আলোর দেশে চলে গেছে ! সবাই দৃষ্টি আরো লোলুপ হয় , ওরা আলোর আরো নিকটে এসেছে বলে ।

কিন্তু ওরা এক অদ্ভুত বিষয়ের সুরাহা এখনো করতে পারে নি, তা হলো, যখন দেখে ওদের মধ্যে জ্যৈষ্ঠদের পাশাপাশি অনেক কনিষ্ঠও উধাও হয়ে যায় ! কনিষ্ঠরা যখন উধাও হয় ঠিক তখনি খুব দূরে একটি ছোট আলো জ্বলে ওঠে । এভাবে অনেক ছোট ছোট আলো দূরে দেখা যায়। ওরা বুঝতে পারে না এমন হয় কেন ? কনিষ্ঠরা তো আগে যাওয়ার কথা নয়, তাহলে তারা যায় কোথায়? এই ভেবে অন্য কনিষ্ঠরা আতঙ্কিত হয় ।এই ছোট আলোগুলোর যেন মুখ আছে, তারা যেন ফিসফিসিয়ে কী বলে ! কিন্তু ওরা কথাগুলো বুঝতে পারে না, হয়তো একটু কাছে গেলে বোঝা যাবে । কিন্তু কারো সাধ্য নেই একটু এগিয়ে যাওয়ার । সেই কথাগুলো তাদের কর্ণে অধরাই থেকে যায়। তারা আবারও আলোর দেশে যাওয়ার স্বপ্নে নিজেদেরকে পুলকিত করে রাখে। আর দূরের ওই ছোট ছোট আলোগুলো বলে যায়, যেও না এই আলোর দেশে সুহৃদগণ, ওরা পিশাচ, ওরা আমাদেরকে আলোর দেশে না নিয়ে ছিঁড়ে ছিঁড়ে স্বর্গে পাঠিয়ে দিয়েছে....

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৬

আহা রুবন বলেছেন: অন্ধকার ঘরের দেয়াল ফুটো করের আলো আনা সহজ না আলোর দেশের গল্প করা সহজ?

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

কলমের কালি শেষ বলেছেন: গল্পের থিম ছিলো এবর্সন নিয়ে । জন্মের আগে এবং এবর্সনের জন্য যারা পৃথিবীতে আসতে পারে না তাদের একটা কাল্পনিক জগত নিয়ে গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে ।

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আহা রুবন ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১

কালীদাস বলেছেন: অনেকদিন পর ভাল একটা রুপক পড়লাম।
আসলেই আমরা আশায় থাকি ভাল কিছুর। সবসময় পাই কি?! :|

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: প্রশ্নটা জটিল কিন্তু আশা করাটাই হচ্ছে আসল ! মানুষ বাঁচে আশায় ।

অনেক ধন্যবাদ পাঠে এবং সুন্দর মন্তব্যে কালীদাস ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৩| ০৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:০৩

পথে-ঘাটে বলেছেন: কোনটা আলো কোনটা অন্ধকার এটাই বুঝা মুশকিল।


গল্পে ভালা জানবেন।

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ পথে-ঘাটে ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: +

০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং প্লাস মন্তব্যে অনেক ভাললাগা জুন আপু ।

ভাল থাকবেন সবসময় । :)

৫| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভাল লাগা পাঠে এবং সুন্দর মন্তব্যে সুমন ভাই ।

ভালো থাকুন সবসময় । :)

৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভালো লিখেছেন। রুপকার্থে যা বলা হলো, খুব কম লোকই তা বোঝে সোজা ভাষাতেও।ওরা পিশাচ, ওরা আমাদেরকে আলোর দেশে না নিয়ে ছিঁড়ে ছিঁড়ে স্বর্গে পাঠিয়ে দিয়েছে....

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

কলমের কালি শেষ বলেছেন: হয়তো তারা সেভাবে ভাবে না ।

অনেক ভালোলাগা সুন্দর মন্তব্যে আরণ্যক ভাই ।

শুভ কামনা সবসময় । :)

৭| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬

জুন বলেছেন: গল্পটি পড়ে মনে পরে যুদ্ধ বিদ্ধস্ত দেশগুলোর কথা যেখানে ছোট্ট আয়লান আলোর দেশে যাবার জন্য সমুদ্র পাড়ি দিতে চায় । যেখানে আলেপ্পোর পাঁচ বছরের ওমরান মাথায় হাত দিয়ে হাতে লাগা রক্ত দেখে চমকে ওঠে। কি নিষ্ঠুর বর্বর পিশাচ ওরা অন্ধকার থেকে আরো অন্ধকারেই ঠেলে দিচ্ছে ।
মন স্পর্শ করা একটি রূপক গল্প পড়ে অনেক কষ্ট লাগলো ককাশে।

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগ বিস্তারিত ফিরতি মন্তব্যে জুন আপু । সকল শিশুরা ভালো থাকুক মাতৃত্বে ।

শুভ কামনা সবসময় । :)

৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: মর্মস্পর্শী গল্প। + +

০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা খায়রুল আহসান ভাই ।

ভাল থাকুন সবসময় । :)

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

আমি তুমি আমরা বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.